ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষকতা ইবাদত, তুলনামূলক চাকরি নয়: মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান Logo ইবিস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় Logo হাদির উপর গুলির প্রতিবাদে যবিপ্রবিতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের বিক্ষোভ ও দোয়া Logo অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সুযোগ–সুবিধা বাড়ানোর তাগিদ ডিএমপি কমিশনারের Logo স্পষ্টভাবে সত্য বলা ওসমান হাদী বাংলাদেশের বিবেক Logo ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি ড. মামুন আল রশিদ Logo গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল Logo হাদির ওপর গুলির প্রতিবাদে ও জুলাই হামলাকারীদের বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ Logo নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম Logo ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ

ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি ড. মামুন আল রশিদ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশিদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের দ্বিতীয় তলায় বিভাগীয় সভাপতির কনফারেন্স রুমে আয়োজিত বিভাগীয় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবাগত সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আই আই ই আর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীনসহ বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মামুন আল-রশিদ বলেন, আমাদের বিভাগটি সম্পূর্ণ রিসার্চ বেসড হলেও গবেষণার জন্য বরাদ্দ ফান্ড অত্যন্ত সীমিত। কেমিস্ট্রি বিভাগে কেমিক্যালস একবার ব্যবহারযোগ্য হওয়ায় গবেষণায় অতিরিক্ত ব্যয় হয়। এ বিষয়ে আমি সম্মানিত ভিসি মহোদয়ের কাছে বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেলে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আরেকটি বড়ো সমস্যা হলো ক্লাসরুম সংকট। মাস্টার্সসহ পাঁচটি ব্যাচ থাকলেও আমাদের ক্লাসরুম মাত্র দুটি। এর ফলে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে এবং সেশনজট তৈরি হয়েছে। প্রয়োজনীয় ক্লাসরুম বরাদ্দ পেলে শিক্ষকদের সহযোগিতায় দ্রুত এ সমস্যা সমাধান সম্ভব। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় টেস্টিমোনিয়াল ও অ্যাপিয়ার সার্টিফিকেট অনলাইনে আবেদন ও ডাউনলোডের জন্য একটি অটো-জেনারেটেড সফ্‌টওয়্যার চালু করেছি। সহকর্মীদের সহযোগিতায় ভবিষ্যতে বিভাগকে আরও অনলাইন বেসড করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাবেক সভাপতি যিনি ছিলেন তার দায়িত্ব পালনে যে কার্যক্রম পরিকল্পনা অসম্পন্ন রয়েছে গেছে সেটা নবনিযুক্ত সভাপতি সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবে এবং বিভাগকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে।

উল্লেখ্য, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল রেজার মেয়াদ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মামুন আল রশীদকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী তিন বছর-এ দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

শিক্ষকতা ইবাদত, তুলনামূলক চাকরি নয়: মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি ড. মামুন আল রশিদ

প্রকাশিত ১০:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশিদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের দ্বিতীয় তলায় বিভাগীয় সভাপতির কনফারেন্স রুমে আয়োজিত বিভাগীয় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবাগত সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আই আই ই আর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীনসহ বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মামুন আল-রশিদ বলেন, আমাদের বিভাগটি সম্পূর্ণ রিসার্চ বেসড হলেও গবেষণার জন্য বরাদ্দ ফান্ড অত্যন্ত সীমিত। কেমিস্ট্রি বিভাগে কেমিক্যালস একবার ব্যবহারযোগ্য হওয়ায় গবেষণায় অতিরিক্ত ব্যয় হয়। এ বিষয়ে আমি সম্মানিত ভিসি মহোদয়ের কাছে বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেলে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আরেকটি বড়ো সমস্যা হলো ক্লাসরুম সংকট। মাস্টার্সসহ পাঁচটি ব্যাচ থাকলেও আমাদের ক্লাসরুম মাত্র দুটি। এর ফলে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে এবং সেশনজট তৈরি হয়েছে। প্রয়োজনীয় ক্লাসরুম বরাদ্দ পেলে শিক্ষকদের সহযোগিতায় দ্রুত এ সমস্যা সমাধান সম্ভব। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় টেস্টিমোনিয়াল ও অ্যাপিয়ার সার্টিফিকেট অনলাইনে আবেদন ও ডাউনলোডের জন্য একটি অটো-জেনারেটেড সফ্‌টওয়্যার চালু করেছি। সহকর্মীদের সহযোগিতায় ভবিষ্যতে বিভাগকে আরও অনলাইন বেসড করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাবেক সভাপতি যিনি ছিলেন তার দায়িত্ব পালনে যে কার্যক্রম পরিকল্পনা অসম্পন্ন রয়েছে গেছে সেটা নবনিযুক্ত সভাপতি সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবে এবং বিভাগকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে।

উল্লেখ্য, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল রেজার মেয়াদ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মামুন আল রশীদকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী তিন বছর-এ দায়িত্ব পালন করবেন।