বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর ও মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) জামাতপন্থি শিক্ষক সংগঠন গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোক বইতে স্বাক্ষর ও মন্তব্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে এ স্বাক্ষর করেন তিনি।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের মানুষের একজন যোগ্য অবিভাবক এবং বাংলাদেশের মাজলুম মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিক। তাঁর আপসহীন নেতৃত্ব ও আধিপত্যবাদ বিরোধী মনোভাব বাংলাদেশের মানুষের অন্তরে তাঁকে চিরস্থায়ী করে রাখবে। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে দেশ একজন যোগ্য অবিভাবক ও পরীক্ষিত রাজনীতিককে হারাল। আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যারাই কাজ করবেন তাঁদের জন্য বেগম খালেদা জিয়া অনন্য আদর্শ হয়ে থাকবেন।”




















