ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন Logo ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 
কবি নজরুল সরকারি কলেজ

হলের সিট দখল নিতে ছাত্র অধিকারের দুই নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম ছাত্রাবাসের একটি কক্ষ থেকে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাকিবের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্রাবাসের এক শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত এক সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার হন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। জানা যায়, কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী মোঃ জুবায়েরকে ছাত্রাবাসের কক্ষ থেকে বের করে দেন কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নাহিদ হাসান ।

এসময় জুবায়েরের সঙ্গে নাহিদ হাসানের কথা কাটাকাটি শুরু হয়। পরে জুবায়ের ছাত্রাবাসের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহকে ডেকে আনেন। তিনি এসে নাহিদ হাসানের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করলে একপর্যায়ে নাহিদ হাসান তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দেন বলে অভিযোগ রয়েছে । এবং নাহিদ হাসানের অনুসারী ও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব সাইফুল্লাহর গায়ে হাত তুলেছেন ।

এছাড়াও ঘটনার সময় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও সময় জার্নালের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ শাকিল ঘটনাস্থলে সাংবাদিক পরিচয়ে ভিডিও করতে গেলে নাহিদ হাসান তাকে ধাক্কা দিয়ে তার ফোন কেড়ে নেয় এবং তার গায়ে হাত তোলে।

কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের কর্মী জুবায়ের বলেন, আমি খাবার খেতে গিয়েছিলাম । ফিরে এসে দেখি আমার বেড বাইরে বের করে রাখা হয়েছে। তখন আমি সাইফুল্লাহ ভাইকে ডেকে আনি। তিনি নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে বুঝানোর চেষ্টা করলে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করেন, তাকে ধাক্কা দেন এবং তার গায়ে হাত তোলেন।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও সময় জার্নালের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ শাকিল বলেন , আরবি সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহর সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের হাতাহাতি হয়।সেখানে আমি সাংবাদিক সমিতির সদস্য পরিচয় দিয়ে ভিডিও করতে গেলে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব
আমার ফোন কেড়ে নিয়ে দুই বার বন্ধ করে দেয় এবং আমার গায়ে হাত তোলে ।

ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী ইব্রাহিম খান পনির বলেন, গতকাল মাঝরাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ জোরপূর্বক পা দিয়ে দরজা ভেঙে সাধারণ শিক্ষার্থীদের কক্ষে প্রবেশ করেন। এবং এমন আচরণ করেন যেন কক্ষটি ছাত্র অধিকার পরিষদের।

কলেজের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, জুবায়ের নামে এক ছেলেকে ছাত্র অধিকার পরিষদের নাহিদ ভাই রুম থেকে বের করে দিয়েছে। ছেলেটা বাইরে এসে কান্নাকাটি করছিল। আমি সিনিয়র হিসেবে তার সাথে কথা বলি । ছেলেটি বলে, ‘নাহিদ ভাই আমাকে রুম থেকে বের করে দিয়েছে।’ নাহিদ ভাই আমার পরিচিত হওয়ায় এ বিষয়ে জানতে গেছি আর ভাইকে রিকোয়েস্ট করতে গেছি ছেলেটাকে রাখার জন্য ।

তিনি বলেন, কিন্তু নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি এলোমেলো ভাবে কথা বলা শুরু করে। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ভাই এই ছেলেকে রুমে রাখবে না। ভাই বলেছে, ‘আমি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ থেকে অনুমতি নিয়ে আসছি এই রুম ছাত্র অধিকার পরিষদের রুম এখানে আর কেউ থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ছেলেটি আর্থিক ভাবে অনেক অভাবে অনটনে আছে এবং মেস ছেড়ে দিয়েছে, থাকার জায়গা নেই। তাই ভাইকে রিকোয়েস্ট করলে ভাই এলোমেলো কথা বলা শুরু করে । একপর্যায়ে তিনি আমার ডিপার্টমেন্টের ইউসুফ স্যারকে গালিগালাজ করে। তখন আমি প্রতিবাদ জানালে মব সৃষ্টি করে নাহিদ এবং সাকিব আমার গায়ে হাত তুলেছে। এবং সাংবাদিক সমিতির এক ভাই ছিল শাকিল তার গায়েও হাত তুলেন।

ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া এবং ছাত্রাবাসের এক শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তার অভিযোগের বিষয়ে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, গতকাল রাতেই ভরা মজলিসে বিষয়টির সমাধান হয়েছে।

জনপ্রিয়

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

কবি নজরুল সরকারি কলেজ

হলের সিট দখল নিতে ছাত্র অধিকারের দুই নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

প্রকাশিত ১০:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম ছাত্রাবাসের একটি কক্ষ থেকে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাকিবের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্রাবাসের এক শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত এক সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার হন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। জানা যায়, কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী মোঃ জুবায়েরকে ছাত্রাবাসের কক্ষ থেকে বের করে দেন কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নাহিদ হাসান ।

এসময় জুবায়েরের সঙ্গে নাহিদ হাসানের কথা কাটাকাটি শুরু হয়। পরে জুবায়ের ছাত্রাবাসের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহকে ডেকে আনেন। তিনি এসে নাহিদ হাসানের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করলে একপর্যায়ে নাহিদ হাসান তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দেন বলে অভিযোগ রয়েছে । এবং নাহিদ হাসানের অনুসারী ও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব সাইফুল্লাহর গায়ে হাত তুলেছেন ।

এছাড়াও ঘটনার সময় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও সময় জার্নালের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ শাকিল ঘটনাস্থলে সাংবাদিক পরিচয়ে ভিডিও করতে গেলে নাহিদ হাসান তাকে ধাক্কা দিয়ে তার ফোন কেড়ে নেয় এবং তার গায়ে হাত তোলে।

কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের কর্মী জুবায়ের বলেন, আমি খাবার খেতে গিয়েছিলাম । ফিরে এসে দেখি আমার বেড বাইরে বের করে রাখা হয়েছে। তখন আমি সাইফুল্লাহ ভাইকে ডেকে আনি। তিনি নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে বুঝানোর চেষ্টা করলে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করেন, তাকে ধাক্কা দেন এবং তার গায়ে হাত তোলেন।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও সময় জার্নালের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ শাকিল বলেন , আরবি সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহর সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের হাতাহাতি হয়।সেখানে আমি সাংবাদিক সমিতির সদস্য পরিচয় দিয়ে ভিডিও করতে গেলে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব
আমার ফোন কেড়ে নিয়ে দুই বার বন্ধ করে দেয় এবং আমার গায়ে হাত তোলে ।

ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী ইব্রাহিম খান পনির বলেন, গতকাল মাঝরাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ জোরপূর্বক পা দিয়ে দরজা ভেঙে সাধারণ শিক্ষার্থীদের কক্ষে প্রবেশ করেন। এবং এমন আচরণ করেন যেন কক্ষটি ছাত্র অধিকার পরিষদের।

কলেজের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, জুবায়ের নামে এক ছেলেকে ছাত্র অধিকার পরিষদের নাহিদ ভাই রুম থেকে বের করে দিয়েছে। ছেলেটা বাইরে এসে কান্নাকাটি করছিল। আমি সিনিয়র হিসেবে তার সাথে কথা বলি । ছেলেটি বলে, ‘নাহিদ ভাই আমাকে রুম থেকে বের করে দিয়েছে।’ নাহিদ ভাই আমার পরিচিত হওয়ায় এ বিষয়ে জানতে গেছি আর ভাইকে রিকোয়েস্ট করতে গেছি ছেলেটাকে রাখার জন্য ।

তিনি বলেন, কিন্তু নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি এলোমেলো ভাবে কথা বলা শুরু করে। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ভাই এই ছেলেকে রুমে রাখবে না। ভাই বলেছে, ‘আমি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ থেকে অনুমতি নিয়ে আসছি এই রুম ছাত্র অধিকার পরিষদের রুম এখানে আর কেউ থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ছেলেটি আর্থিক ভাবে অনেক অভাবে অনটনে আছে এবং মেস ছেড়ে দিয়েছে, থাকার জায়গা নেই। তাই ভাইকে রিকোয়েস্ট করলে ভাই এলোমেলো কথা বলা শুরু করে । একপর্যায়ে তিনি আমার ডিপার্টমেন্টের ইউসুফ স্যারকে গালিগালাজ করে। তখন আমি প্রতিবাদ জানালে মব সৃষ্টি করে নাহিদ এবং সাকিব আমার গায়ে হাত তুলেছে। এবং সাংবাদিক সমিতির এক ভাই ছিল শাকিল তার গায়েও হাত তুলেন।

ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া এবং ছাত্রাবাসের এক শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তার অভিযোগের বিষয়ে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, গতকাল রাতেই ভরা মজলিসে বিষয়টির সমাধান হয়েছে।