বৈষম্য নিরসন ও ক্লাসরুম সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বারবার আলোচনার পরেও রুম সংকট সমাধান না হওয়ায় এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারি) বেলা ১১টা ৪৫মিনিটে নতুন কলাভবন থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনে গিয়ে পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
এ সময় তারা ‘জ্বালোরে জ্বালো – আগুন জ্বালো’, ‘ইংরেজি বিভাগের রুম কোথায় – প্রশাসন জবাব চাই’, ‘আমাদের প্রতি বৈষম্য কেন -প্রশাসন জবাব চাই’, ‘পড়ালেখার সুযোগ চাই – দিতে হবে দিতে হবে’, ‘ক্লাস করার রুম চাই – দিতে হবে দিতে হবে’, ‘আমাদের সাথে টালবাহানা – চলবেনা চলবেনা ‘, ‘প্রশাসনের মূলা – মানিনা মানবোনা’, ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা বলেন, আমরা ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী, প্রতিটি ব্যাচে প্রায় ৯০ জন করে শিক্ষার্থী। আমি জানি না, এই ক্যাম্পাসে আর কোনো বিভাগ আছে কিনা যেখানে এত বেশি শিক্ষার্থী থাকা সত্ত্বেও মোট রুম সংখ্যা মাত্র আড়াইটি। এই আড়াইটি রুমে কোনোভাবেই আমাদের ক্লাস পরিচালনা করা সম্ভব নয়। এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিগত সময়ে আমরা আমাদের শিক্ষকসহ একাধিকবার অন্য একটি বিভাগে ক্লাস করতে গিয়েছি। সেখানে আমাদের সঙ্গে অত্যন্ত অশোভন ও অপমানজনক আচরণ করা হয়েছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে, সহশিক্ষা ও সহাবস্থানের পরিবেশে, এ ধরনের ঘটনা আমাদের জন্য চরম লজ্জাজনক ও হতাশাজনক। যদি শীতকালীন ছুটির পরে এসে আমরা আমাদের ক্লাসরুম না পাই, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।
প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, সব জায়গায় তালা বন্ধ কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। আমরা সংঘাত চাই না, বিশৃঙ্খলা চাই না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার: ক্লাসরুম। এই অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বললে জানান তৃষা।




















