ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত Logo যাত্রাবাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রাফি, সম্পাদক বর্ষা Logo জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ  Logo বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা : ডিএমপি Logo জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ সদস্য Logo হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন Logo সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ Logo পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামপন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি Logo তরুণ উদ্যোক্তাদের ভাবনাকে সামনে রেখে বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রাফি, সম্পাদক বর্ষা

ভালোর সাথে আলোর পথে স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১২ সালে প্রতিষ্ঠিত বন্ধুসভার ২৫ সদস্যবিশিষ্ট ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে।

১৯ জানুয়ারি, সোমবার ‘ বন্ধুসভা’ সংগঠনটির আগামী ১ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় ও হস্তান্তর করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী আশিকুর রহমান রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী সাজিয়া সারমিন বর্ষাকে নির্বাচিত করা হয়।

এছাড়া নতুন কমিটিতে উপদেষ্টা মণ্ডলীতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম। এছাড়াও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক, প্রক্টরিয়াল বডি, পরিচালক-প্রধানসহ আরও অন্যান্য শিক্ষকমন্ডলী।

নব-নির্বাচিত সভাপতি আশিকুর রহমান রাফি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রথম আলো বন্ধুসভার সাথে কাজ করে যাচ্ছি। আমার জীবনে নেতৃত্ব চর্চা, দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বন্ধুসভা। সেচ্ছাসেবী সংগঠনে পদ কোনো ব্যাপার না, তাও সাংগঠনিক গতিশীলতা রক্ষার জন্য নতুন দায়িত্ব পেয়েছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সংগঠনের সার্বিক উন্নয়ন সাধন করতে চাই।’

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাজিয়া সারমিন বর্ষা বলেন, “বন্ধুসভা, এটি অরাজনৈতিক সংগঠন যেখানে সামাজিক কল্যাণমূলক কাজকে প্রাধান্য দেওয়া হয়।  বন্ধুসভা একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সামাজিক সচেতনতা, মানবিক কার্যক্রম, সংস্কৃতি ও তরুণদের ইতিবাচক নেতৃত্ব গঠনে কাজ করি। মানুষের পাশে দাঁড়ানো ও সমাজে ভালো কাজের অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

প্রসঙ্গত, বন্ধুসভা সাহিত্য, শিল্প- সংস্কৃতি, খেলাধুলা ও বিজ্ঞানভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সময়ই নানারকম স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

জনপ্রিয়

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রাফি, সম্পাদক বর্ষা

প্রকাশিত ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ভালোর সাথে আলোর পথে স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১২ সালে প্রতিষ্ঠিত বন্ধুসভার ২৫ সদস্যবিশিষ্ট ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে।

১৯ জানুয়ারি, সোমবার ‘ বন্ধুসভা’ সংগঠনটির আগামী ১ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় ও হস্তান্তর করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী আশিকুর রহমান রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী সাজিয়া সারমিন বর্ষাকে নির্বাচিত করা হয়।

এছাড়া নতুন কমিটিতে উপদেষ্টা মণ্ডলীতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম। এছাড়াও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক, প্রক্টরিয়াল বডি, পরিচালক-প্রধানসহ আরও অন্যান্য শিক্ষকমন্ডলী।

নব-নির্বাচিত সভাপতি আশিকুর রহমান রাফি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রথম আলো বন্ধুসভার সাথে কাজ করে যাচ্ছি। আমার জীবনে নেতৃত্ব চর্চা, দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বন্ধুসভা। সেচ্ছাসেবী সংগঠনে পদ কোনো ব্যাপার না, তাও সাংগঠনিক গতিশীলতা রক্ষার জন্য নতুন দায়িত্ব পেয়েছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সংগঠনের সার্বিক উন্নয়ন সাধন করতে চাই।’

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাজিয়া সারমিন বর্ষা বলেন, “বন্ধুসভা, এটি অরাজনৈতিক সংগঠন যেখানে সামাজিক কল্যাণমূলক কাজকে প্রাধান্য দেওয়া হয়।  বন্ধুসভা একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সামাজিক সচেতনতা, মানবিক কার্যক্রম, সংস্কৃতি ও তরুণদের ইতিবাচক নেতৃত্ব গঠনে কাজ করি। মানুষের পাশে দাঁড়ানো ও সমাজে ভালো কাজের অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

প্রসঙ্গত, বন্ধুসভা সাহিত্য, শিল্প- সংস্কৃতি, খেলাধুলা ও বিজ্ঞানভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সময়ই নানারকম স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।