ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইবিতে বৈশ্বিক চাকরির প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা Logo ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ইবিস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সৈকত, সম্পাদক সোয়াইব Logo সৌদি আরবে সুযোগ কমছে প্রবাসীদের, দুই খাতে ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদির Logo জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি Logo ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo কবি নজরুল কলেজ চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণের সভাপতি আলাউদ্দিন, সম্পাদক আকবর Logo শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত Logo যাত্রাবাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায়

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২৫ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্নাতকোত্তর ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ব্যাগ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি এসোসিয়েট প্রফেসর ওবাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিশেষ অতিথি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, অতিথি ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম ও প্রফেসর গিয়াস উদ্দিন। এছাড়া বিভাগের এসোসিয়েট প্রফেসর শিরিনা খাতুন, এসিস্ট্যান্ট প্রফেসর ফিরোজ আল মামুনসহ অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চার বছরের স্মৃতিময় দিন গুলো স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন এবং নবীনদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা ও দিকনির্দেশনার বার্তা দেন। নবীনরাও তাঁদের অনুভূতি প্রকাশ করে এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নাচ ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের সভাপতি ওবাইদুল ইসলাম বলেন, জীবনে সফলতার জন্য উইল পাওয়ার থাকাটা আবশ্যক। যার উইল পাওয়ার যত বেশি সে জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। গবেষণায় দেখা গেছে, কম পরিশ্রম করেও যারা সফল হয়েছেন, তারা মূলত উইল পাওয়ারের কারণেই তা পেরেছেন। উইল পাওয়ার অর্জনকে আমাদের একটা অভ্যাস। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে মূলত মানবিকতা ও মানুষ হওয়ার শিক্ষা অর্জন করেছি। আমরা যে শিক্ষা অর্জন করবো সেই শিক্ষা চরিত্র নষ্ট করার জন্য নয়। শিক্ষা আমাদেরকে বিনয়ী করবে। আমরা মনে করি, আমাদের বিভাগের শিক্ষার্থীরা এটি অর্জন করতে পেরেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বেগম রোকসানা মিলি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, ছাত্রবান্ধব শিক্ষকের প্রথম কাজ ক্লাসে যাওয়া। শিক্ষার্থীদের একাডেমিক কাজে সংযুক্ত করার একমাত্র উপায় একাডেমিক ক্লাস। আজকে শিক্ষার্থীরা যে অনাকাঙ্ক্ষিত কাজ বা মুভমেন্টে জড়াচ্ছে তার অন্যতম কারণ শিক্ষকরা তাদেরকে নিয়মিত ক্লাসে ধরে রাখতে পারছে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফলতার জন্য সততার সাথে পরিশ্রম করে যেতে হবে। পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। এছাড়া কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট রাখতে হবে যে আমার এটি করতেই হবে। আর এসব কাজে সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে।

জনপ্রিয়

ইবিতে বৈশ্বিক চাকরির প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায়

প্রকাশিত ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২৫ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্নাতকোত্তর ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ব্যাগ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি এসোসিয়েট প্রফেসর ওবাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিশেষ অতিথি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, অতিথি ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম ও প্রফেসর গিয়াস উদ্দিন। এছাড়া বিভাগের এসোসিয়েট প্রফেসর শিরিনা খাতুন, এসিস্ট্যান্ট প্রফেসর ফিরোজ আল মামুনসহ অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চার বছরের স্মৃতিময় দিন গুলো স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন এবং নবীনদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা ও দিকনির্দেশনার বার্তা দেন। নবীনরাও তাঁদের অনুভূতি প্রকাশ করে এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নাচ ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের সভাপতি ওবাইদুল ইসলাম বলেন, জীবনে সফলতার জন্য উইল পাওয়ার থাকাটা আবশ্যক। যার উইল পাওয়ার যত বেশি সে জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। গবেষণায় দেখা গেছে, কম পরিশ্রম করেও যারা সফল হয়েছেন, তারা মূলত উইল পাওয়ারের কারণেই তা পেরেছেন। উইল পাওয়ার অর্জনকে আমাদের একটা অভ্যাস। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে মূলত মানবিকতা ও মানুষ হওয়ার শিক্ষা অর্জন করেছি। আমরা যে শিক্ষা অর্জন করবো সেই শিক্ষা চরিত্র নষ্ট করার জন্য নয়। শিক্ষা আমাদেরকে বিনয়ী করবে। আমরা মনে করি, আমাদের বিভাগের শিক্ষার্থীরা এটি অর্জন করতে পেরেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বেগম রোকসানা মিলি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, ছাত্রবান্ধব শিক্ষকের প্রথম কাজ ক্লাসে যাওয়া। শিক্ষার্থীদের একাডেমিক কাজে সংযুক্ত করার একমাত্র উপায় একাডেমিক ক্লাস। আজকে শিক্ষার্থীরা যে অনাকাঙ্ক্ষিত কাজ বা মুভমেন্টে জড়াচ্ছে তার অন্যতম কারণ শিক্ষকরা তাদেরকে নিয়মিত ক্লাসে ধরে রাখতে পারছে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফলতার জন্য সততার সাথে পরিশ্রম করে যেতে হবে। পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। এছাড়া কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট রাখতে হবে যে আমার এটি করতেই হবে। আর এসব কাজে সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে।