ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ Logo মতের অমিলে ইবি ছাত্রদল নেতাকে শোকজ, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ Logo কবি নজরুল কলেজ শিক্ষার্থী সুমনের দুইটি কিডনিই বিকল, বাঁচার আকুতি Logo জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস Logo জাবিতে ‘দৃশ্যকল্প’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন Logo পোস্টার নিষেধাজ্ঞায় বদলেছে নির্বাচনী প্রচারণা, জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া  Logo কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস Logo জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগসেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, জাতীয় পর্যায়ে দ্বিতীয় Logo ইবি প্রক্টরের বিরুদ্ধে ছাত্রদল আহবায়কের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ ইইই শিক্ষার্থীদের

বাকৃবিতে ৩৫তম রোটার‍্যাক্ট’স ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনু‌ষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাবের সদ‌স্যদের জন্য আয়োজিত ৩৫তম রোটার‍্যাক্ট’স ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনু‌ষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে ওই কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়।

জানা যায়, প্রতি বছরের মতো এবারো নেতৃত্বগুণ বিকাশ,পেশাগত দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ঐতিহ্য রক্ষা, অগ্রগতির অনুপ্রেরণা’ স্লোগানে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫ এর ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী এ কর্মশালায় বেস্ট ক্যাম্পার হিসেবে ম‌নোনীত হন রোটার‍্যাক্টর আলভী ইসলাম এবং শাহরিয়ার আল আকাশ। সেরা গ্রুপের পুরস্কার অর্জন করে ইমপ্যাক্ট আইকনস এবং দ্বিতীয় হয় গ্রুপ ইনফিনিটি। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. মো: মোজাম্মেল হকের সভাপ‌তিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসে‌বে উপ‌স্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যপক ড. মো. হাম্মাদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব) ড. মো মেহেরুল হাসান। এছাড়া ৩৫তম রোটার‍্যাক্ট ট্রেনিং ক্যাম্প কোর্স কো-অর্ডিনেটর ডা মো. সবুজ রহমানসহ প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় জিটিআই পরিচালক বলেন, প্রতিবছর যখন এই আয়োজনটি হয় এটি অবশ্যই একটু উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে । ট্রেইনিংয়ে সহশিক্ষামূলক যে কার্যক্রমগুলো ছিল এগুলো অবশ্যই প্রশিক্ষণার্থীদের অনেক কাজে দিবে । আপনাদের বলব যে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাবেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, “আমি শিক্ষার্থী হিসেবে রোটার‍্যাক্ট ক্লাবের সাথে যুক্ত হতে পারিনি। তবে ২০০৬ সাল থেকে শিক্ষক হিসেবে ক্লাবের সাথে আছি। জিটিআই এর মাধ্যমে এই ক্যাম্পের সুখ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাব প্রতিনিয়ত ভালো ভালো কাজ করে যাচ্ছে, যা সুন্দর হৃদয়ের পরিচয় দেয়।

উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সাবার মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে বলে আমি বিশ্বাস করি। তবে আত্মতুষ্টি নয়, বরং প্রতিনিয়ত তোমাদের শিখতে হবে। আমাদের উদার হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। এতে অনেক জটিলতা কমে যায়। শিক্ষার্থীদের অবশ্যই মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে হবে। নিজেকে চিনতে হবে। যার যা আছে, তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে।”

জনপ্রিয়

রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ

বাকৃবিতে ৩৫তম রোটার‍্যাক্ট’স ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনু‌ষ্ঠিত

প্রকাশিত ১২:৫৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাবের সদ‌স্যদের জন্য আয়োজিত ৩৫তম রোটার‍্যাক্ট’স ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনু‌ষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে ওই কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়।

জানা যায়, প্রতি বছরের মতো এবারো নেতৃত্বগুণ বিকাশ,পেশাগত দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ঐতিহ্য রক্ষা, অগ্রগতির অনুপ্রেরণা’ স্লোগানে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫ এর ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী এ কর্মশালায় বেস্ট ক্যাম্পার হিসেবে ম‌নোনীত হন রোটার‍্যাক্টর আলভী ইসলাম এবং শাহরিয়ার আল আকাশ। সেরা গ্রুপের পুরস্কার অর্জন করে ইমপ্যাক্ট আইকনস এবং দ্বিতীয় হয় গ্রুপ ইনফিনিটি। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. মো: মোজাম্মেল হকের সভাপ‌তিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসে‌বে উপ‌স্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যপক ড. মো. হাম্মাদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব) ড. মো মেহেরুল হাসান। এছাড়া ৩৫তম রোটার‍্যাক্ট ট্রেনিং ক্যাম্প কোর্স কো-অর্ডিনেটর ডা মো. সবুজ রহমানসহ প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় জিটিআই পরিচালক বলেন, প্রতিবছর যখন এই আয়োজনটি হয় এটি অবশ্যই একটু উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে । ট্রেইনিংয়ে সহশিক্ষামূলক যে কার্যক্রমগুলো ছিল এগুলো অবশ্যই প্রশিক্ষণার্থীদের অনেক কাজে দিবে । আপনাদের বলব যে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাবেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, “আমি শিক্ষার্থী হিসেবে রোটার‍্যাক্ট ক্লাবের সাথে যুক্ত হতে পারিনি। তবে ২০০৬ সাল থেকে শিক্ষক হিসেবে ক্লাবের সাথে আছি। জিটিআই এর মাধ্যমে এই ক্যাম্পের সুখ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাব প্রতিনিয়ত ভালো ভালো কাজ করে যাচ্ছে, যা সুন্দর হৃদয়ের পরিচয় দেয়।

উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সাবার মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে বলে আমি বিশ্বাস করি। তবে আত্মতুষ্টি নয়, বরং প্রতিনিয়ত তোমাদের শিখতে হবে। আমাদের উদার হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। এতে অনেক জটিলতা কমে যায়। শিক্ষার্থীদের অবশ্যই মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে হবে। নিজেকে চিনতে হবে। যার যা আছে, তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে।”