ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ Logo মতের অমিলে ইবি ছাত্রদল নেতাকে শোকজ, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ Logo কবি নজরুল কলেজ শিক্ষার্থী সুমনের দুইটি কিডনিই বিকল, বাঁচার আকুতি Logo জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস Logo জাবিতে ‘দৃশ্যকল্প’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন Logo পোস্টার নিষেধাজ্ঞায় বদলেছে নির্বাচনী প্রচারণা, জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া  Logo কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস Logo জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগসেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, জাতীয় পর্যায়ে দ্বিতীয় Logo ইবি প্রক্টরের বিরুদ্ধে ছাত্রদল আহবায়কের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ ইইই শিক্ষার্থীদের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার সংস্কারের দাবিতে জাবি ছাত্রদলের স্মারকলিপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের জরুরি সংস্কার, উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত স্মারকলিপি মাননীয় উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাবর প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা। কিন্তু দুঃখজনকভাবে বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পবিত্র স্থানটি চরম অবহেলা ও অবজ্ঞার শিকার হয়েছে। এমনকি মাজারটির নাম পরিবর্তনের মাধ্যমে জাতীয় ইতিহাস মুছে ফেলার অপচেষ্টাও চালানো হয়েছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করা নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাহিত হওয়ায় মাজার কমপ্লেক্সটির ঐতিহাসিক ও আবেগগত গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই পবিত্র স্থানে বাংলাদেশের ইতিহাসের দুই অবিসংবাদিত রাষ্ট্রনায়ক শায়িত আছেন। লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই স্থানে কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্মারকলিপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের অবিলম্বে সংস্কার, আধুনিক ও মানসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ, সার্বক্ষণিক তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, পূর্ববর্তী অবহেলার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মাজারের ঐতিহাসিক পরিচয় ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার পাঁচ দফা দাবি উত্থাপন করে।

মাজার কমপ্লেক্স সংস্কারের বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, কিছু সীমিত উদ্যোগ ছাড়া বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়নি। দেশনেত্রীর প্রয়াণের পর মাজারের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণে ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এই প্রেক্ষাপটে পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। এই ঐতিহাসিক নিদর্শনটি যথাযথভাবে সংরক্ষণ করে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

জনপ্রিয়

রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার সংস্কারের দাবিতে জাবি ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশিত ০১:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের জরুরি সংস্কার, উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত স্মারকলিপি মাননীয় উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাবর প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা। কিন্তু দুঃখজনকভাবে বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পবিত্র স্থানটি চরম অবহেলা ও অবজ্ঞার শিকার হয়েছে। এমনকি মাজারটির নাম পরিবর্তনের মাধ্যমে জাতীয় ইতিহাস মুছে ফেলার অপচেষ্টাও চালানো হয়েছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করা নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাহিত হওয়ায় মাজার কমপ্লেক্সটির ঐতিহাসিক ও আবেগগত গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই পবিত্র স্থানে বাংলাদেশের ইতিহাসের দুই অবিসংবাদিত রাষ্ট্রনায়ক শায়িত আছেন। লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই স্থানে কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্মারকলিপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের অবিলম্বে সংস্কার, আধুনিক ও মানসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ, সার্বক্ষণিক তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, পূর্ববর্তী অবহেলার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মাজারের ঐতিহাসিক পরিচয় ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার পাঁচ দফা দাবি উত্থাপন করে।

মাজার কমপ্লেক্স সংস্কারের বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, কিছু সীমিত উদ্যোগ ছাড়া বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়নি। দেশনেত্রীর প্রয়াণের পর মাজারের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণে ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এই প্রেক্ষাপটে পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। এই ঐতিহাসিক নিদর্শনটি যথাযথভাবে সংরক্ষণ করে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।