শিক্ষক নিয়োগ নীতিমালায় সংশোধন,নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত এবং অটোমেশন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। একই সঙ্গে আজকে থেকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে “হ্যা” ভোটের পক্ষে প্রচারণা আরম্ভ করে শিক্ষার্থীদের মধ্যে এর গুরুত্ব তুলে ধরার কথা জানায় সংগঠনটি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় সম্মেলনটির কার্যক্রমটি পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি শাখা সেক্রেটারি নাদিয়া রহমান অন্বেষা বলেন, “বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষক নিয়োগ হয়েছে, যারা বিদুৎ চলে গেলে ক্লাস নিতে পারেন না। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার স্বচ্ছতার ঘাটতি পুরো নিয়োগ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করছে। নতুন নীতিমালা দেয়া সত্ত্বেও পুরনো নীতিমালায় বোর্ড বসানো একটি দৈত্য আচরণ। রাজনৈতিক সুযোগ বন্ধ করতে হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও অটোমেশনের আওতায় আনতে হবে।”
জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “নতুন নীতিমালার কথা বললেও পুরোনো বৈষম্যমূলক নীতিতে ভাইবা বোর্ড বসানোর চেষ্টা চলছে, যা নিয়োগ জালিয়াতির শামিল। বৈষম্যমূলক জিপিএ শর্ত বাতিল করে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “দেড় বছর পার হলেও অটোমেশন বাস্তবায়ন হয়নি; লাইব্রেরি ছাড়া গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে শিক্ষার্থীরা এখনো চরম হয়রানির শিকার। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে পূর্ণাঙ্গ অটোমেশন বাস্তবায়নের দাবি জানাই।”
“পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের অন্যতম পথ হচ্ছে গণভোট। জাতীয় ছাত্রশক্তি আজ থেকে গনভোটের ” হ্যাঁ” এর পক্ষে প্রচারণা শুরু করবে।”
সংগঠনটির পক্ষ নীতিমালা সংশোধন পূবর্ক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার দাবির জানিয়ে বলা হয়, অবিলম্বে স্বচ্ছ ও আধুনিক শিক্ষক নিয়োগ নীতিমালা কার্যকর করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে পূর্ণাঙ্গ অটোমেশন বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
এ সময় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















