জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫৩তম আবর্তনের আয়োজনে সাত দিনব্যাপী দলগত শিল্পকর্ম প্রদর্শনী ‘দৃশ্যকল্প’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ও মানবিকী অনুষদে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
প্রদর্শনীতে সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে শিল্পীদের অনুভূতি ও প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। বিভিন্ন মাধ্যম ও শৈল্পিক উপস্থাপনায় শিক্ষার্থীরা তাদের ভাবনা ও সময়কে শিল্পরূপে প্রকাশ করেছেন।
উদ্বোধনী বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন,“বর্তমান সময়ে আমরা সবাই এক ধরনের অনিরাপদ বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শিল্পভাবনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয়।”
শিল্পকর্ম প্রদর্শনী সম্পর্কে আয়োজকদের মধ্য থেকে চারুকলা বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী সাইফুল কাদির হিজল বলেন, “এটি একটি কনসেপচুয়াল আর্ট। এখানে সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে কাজগুলো নির্মাণ করা হয়েছে। পুরো প্রদর্শনীটি এই সামগ্রিক অস্থিতিশীল বাস্তবতার ওপর ভিত্তি করেই পরিকল্পিত ও উপস্থাপিত।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীম রেজা, অধ্যাপক ড. এম. এম. ময়েজ উদ্দিন, তরুণ কুমার সরকার, রত্নেশ্বর সূত্রধর, কাজী মো. মহসিন এবং তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষক মো. কামরুল হক। এ সময় চারুকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও শিল্পানুরাগীরাও উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।




















