ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ Logo মতের অমিলে ইবি ছাত্রদল নেতাকে শোকজ, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ Logo কবি নজরুল কলেজ শিক্ষার্থী সুমনের দুইটি কিডনিই বিকল, বাঁচার আকুতি Logo জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস Logo জাবিতে ‘দৃশ্যকল্প’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন Logo পোস্টার নিষেধাজ্ঞায় বদলেছে নির্বাচনী প্রচারণা, জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া  Logo কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস Logo জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগসেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, জাতীয় পর্যায়ে দ্বিতীয় Logo ইবি প্রক্টরের বিরুদ্ধে ছাত্রদল আহবায়কের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ ইইই শিক্ষার্থীদের

মতের অমিলে ইবি ছাত্রদল নেতাকে শোকজ, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০১:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৫ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আনোয়ার পারভেজকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শাখা ছাত্রদল আহ্বায়কের অযৌক্তিক দাবির বিরোধিতা করে শিক্ষার্থীবান্ধব অবস্থান নেয়ার কারণে শোকজ গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবমাননা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এ আদেশ দেয়া হয়।

নোটিশে, ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে তাদের এই শোকজ নোটিশ সুস্পষ্ট বাকস্বাধীনতা হরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবমাননা বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, “এই শোকজ করার ঘটনাটি গণতান্ত্রিক চর্চা ও বাকস্বাধীনতার প্রতি গুরুতর হুমকিস্বরূপ। কোনো সংগঠনের অভ্যন্তরে নেতৃত্বের বক্তব্যের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করাকে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ আখ্যা দিয়ে জবাবদিহির মুখোমুখি ও শোকজ করা একটি গণতান্ত্রিক সংগঠনের ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করে। একটি সক্রিয় গণতন্ত্রে নেতৃত্বের সিদ্ধান্ত বা বক্তব্য নিয়ে স্বাধীন ও ভিন্ন মতামত প্রকাশের সুযোগ থাকা অপরিহার্য। সেই অধিকারকে দমনের চেষ্টা করলে তা সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করে।”

তিনি আরো বলেন “যখন সংগঠনের একজন দায়িত্বশীল নেতা শীর্ষ নেতৃত্বের অযৌক্তিক বা শিক্ষার্থীবিরোধী দাবির প্রতিবাদ করেন, তখন তা সংগঠনের জন্য কল্যাণকর। কিন্তু সেই প্রতিবাদকে অপরাধ হিসেবে চিহ্নিত করে দমন করাটা সংগঠনের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার। এখানে ভিন্নমত দমনের মাধ্যমে কেবল একটি ব্যক্তির পদমর্যাদাই ক্ষুণ্ন হয়নি, বরং এটি প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সংশ্লিষ্ট সংগঠনের প্রকৃত দায়বদ্ধতা নিয়ে।”

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি সেটি যথাযথ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, এবং আমি নিয়মতান্ত্রিক উপায়ে এর জবাব দেবো

এ বিষয়ে কথা বলতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি।

জনপ্রিয়

রিয়েলমি পি৪ পাওয়ারের সাথে শুরু হলো ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ

মতের অমিলে ইবি ছাত্রদল নেতাকে শোকজ, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ

প্রকাশিত ০১:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আনোয়ার পারভেজকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শাখা ছাত্রদল আহ্বায়কের অযৌক্তিক দাবির বিরোধিতা করে শিক্ষার্থীবান্ধব অবস্থান নেয়ার কারণে শোকজ গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবমাননা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এ আদেশ দেয়া হয়।

নোটিশে, ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে তাদের এই শোকজ নোটিশ সুস্পষ্ট বাকস্বাধীনতা হরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবমাননা বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, “এই শোকজ করার ঘটনাটি গণতান্ত্রিক চর্চা ও বাকস্বাধীনতার প্রতি গুরুতর হুমকিস্বরূপ। কোনো সংগঠনের অভ্যন্তরে নেতৃত্বের বক্তব্যের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করাকে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ আখ্যা দিয়ে জবাবদিহির মুখোমুখি ও শোকজ করা একটি গণতান্ত্রিক সংগঠনের ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করে। একটি সক্রিয় গণতন্ত্রে নেতৃত্বের সিদ্ধান্ত বা বক্তব্য নিয়ে স্বাধীন ও ভিন্ন মতামত প্রকাশের সুযোগ থাকা অপরিহার্য। সেই অধিকারকে দমনের চেষ্টা করলে তা সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করে।”

তিনি আরো বলেন “যখন সংগঠনের একজন দায়িত্বশীল নেতা শীর্ষ নেতৃত্বের অযৌক্তিক বা শিক্ষার্থীবিরোধী দাবির প্রতিবাদ করেন, তখন তা সংগঠনের জন্য কল্যাণকর। কিন্তু সেই প্রতিবাদকে অপরাধ হিসেবে চিহ্নিত করে দমন করাটা সংগঠনের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার। এখানে ভিন্নমত দমনের মাধ্যমে কেবল একটি ব্যক্তির পদমর্যাদাই ক্ষুণ্ন হয়নি, বরং এটি প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সংশ্লিষ্ট সংগঠনের প্রকৃত দায়বদ্ধতা নিয়ে।”

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি সেটি যথাযথ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, এবং আমি নিয়মতান্ত্রিক উপায়ে এর জবাব দেবো

এ বিষয়ে কথা বলতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি।