Ovijatra
ঢাকাFriday , 7 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

কবি নজরুল কলেজে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণের সভাপতি রাসেল, সম্পাদক বিপ্লব

Link Copied!

ঢাকার কবি নজরুল সরকারি কলেজে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল শেখ, আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের সুরুজ হোসাইন।

মঙ্গলবার (৪ মার্চ) কলেজ ক্যাম্পাসে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি রাসেল শেখ বলেন, “কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করা। আমরা ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, এবং আইডিয়া শেয়ারিং সেমিনারের মতো কার্যক্রম আয়োজন করব।”

সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন বলেন, “আমাদের সংগঠন অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধতা বজায় রাখার জন্য কাজ করবে। কুষ্টিয়ার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব এবং তাদের উন্নয়নে ভূমিকা রাখব।”

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ সাইফ, দপ্তর সম্পাদক মো. মুসফিক হাসান মুন্না, এবং প্রচার সম্পাদক সাকিল হোসাইন।

নতুন কমিটি আগামী এক বছর কুষ্টিয়ার শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতায় কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।