ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্টার মোঃ সাহেদ হাসান।
বুধবার (১২ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ কর্তৃক নিয়োগ দানের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপি সুত্রে জানা যায়, মোঃ সাহেদ হাসান কে এতদিন ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে ড. আমানুর আমানের স্থলাভিষিক্ত করা হয়েছে।
নবনিযুক্ত পরিচালক মোঃ সাহেদ হাসান বলেন, নতুন প্রতিটা দায়িত্বেরই বাড়তি একটা চাপ থাকে। প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সততা, একাগ্রতা এবং নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। যেহেতু জনসংযোগ অফিস, এখানে প্রকাশনা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরার একটা বিষয় থাকে সেই জায়গা থেকে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
