Ovijatra
ঢাকাThursday , 13 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ইবির এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের নেতৃত্বে আমিন-মেহেদী

Link Copied!

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিন খান শুভ ও সেক্রেটারি হিসেবে একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার মেহেদী হাসানকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম স্যারের তত্ত্বাবধানে অনলাইন ভোটিং এর মাধ্যমে প্রেসিডেন্ট, সেক্রেটারি,ট্রেজারার সহ বাকি সদস্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলো ট্রেজারার জাকারিয়া আলম বাপ্পি, ভাইস-প্রেসিডেন্ট মাহাদী হাসান সজল, মোঃহেলাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি বর্ষন কর্মকার প্রান্ত, পাব্লিক রিলেশন অফিসার অভিনন্দন পাল সিমান্ত, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শতাব্দী ইসলাম শান্তা, ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মোঃ শাহরিয়ার নাজিম, উম্মা হাবিবা হাফসা এবং মিডিয়া & কমিউনিকেশন সেক্রেটারি শাহরিয়ার হাসান আবির। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন মোঃমেহেদী হাসান, ফুয়াদ হাসান ফাহিম, অন্তর বিশ্বাস,অদিতি রয় ও মোঃ সম্রাট আকবর।

এর আগে গত মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪ নং কক্ষে কার্যনির্বাহী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অত্র নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পূর্ববর্তী কার্যনির্বাহী পরিষদের সভাপতি শোভন সাহা ও সাধারণ সম্পাদক আবু রেজা। নির্বাচনে সংগঠনটির প্রায় শতাধিক নিবন্ধনভুক্ত সাধারণ সদস্যগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করেন এবং এই ১৫ জন কার্যনির্বাহী সদস্যের মাঝে আজ (১৩-০৩-২৫) অনলাইন ভোটিং এর মাধ্যমে দায়িত্ব বিভাজন হয়।

কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের প্রায় ২ ঘণ্টা পর ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নিলুফা আখতার বানু, অধ্যাপক ড. রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. হোসাইন মোঃ ফারুকী, ও সহযোগী অধ্যাপক ড. অঞ্জনা পারভিন।

সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান বলেন,আমি কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের প্রতি এবং কৃতজ্ঞতা জানাই সংগঠের সকল সদস্যের প্রতি, যারা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। আমাদের এই সংগঠন শুরু থেকেই সফলতার সাথে কাজ করে আসছে,যার ধারাবাহিকতা আমাদের ধরে রাখতেই হবে। আমার সকলের প্রতি আহ্বান সংগঠনের স্বার্থ ও লক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সকলেই আন্তরিকতা,একাগ্রতা ও নিষ্টার সাথে কাজ করব। সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশা-আল্লাহ।

সংগঠনটির সভাপতি মোঃ আমিন খান শুভ বলেন, আমাদের লক্ষ্য আগামী দিনগুলোতে আরও কর্মশালা, সেমিনার এবং গবেষণা সুযোগের আয়োজন করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং মাইক্রোবায়োলজি ক্ষেত্রে অবদান রাখা। আমরা চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি গবেষণা এবং শিক্ষার একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠুক এবং আমাদের অধ্যবসায়, সততা ও উদ্যমের মাধ্যমে ASM Student Chapter IU শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নয়, বরং দেশের বিজ্ঞান ও শিক্ষার জগতে নতুন উদ্ভাবনের আলো জ্বালাবে।

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম স্যার বলেন- আমাদের ASM Student Chapter IU এর যাত্রা মাত্র ১ বছর হলো। আলহামদুলিল্লাহ এই ১ বছরে আমাদের এই স্টুডেন্ট চ্যাপ্টার অনেক গুলো সফল আয়োজন উপহার দিয়েছে,যা সম্ভব হয়েছে পূর্বের কমিটিতে যারা ছিল তাদের পরিশ্রম ও একগ্রতার জন্য।তারই ধারাবাহিকতায় নবগঠিত কমিটির সকল সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন পুর্বের কমিটির মতো সফলতার সাথে দায়িত্ব পালন করে এবং এই ASM Student Chapter IU কে অনন্য মাত্রায় নিয়ে যেয়ে দেশব্যাপি সমাদ্রিত করে।

উল্লেখ্য, ২০২৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ASM স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। গত বছরের ৫ অক্টোবর চ্যাপ্টারের উদ্বোধন করা হয়, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ এবং অন্যান্য গুণীজনদের উপস্থিতিতে ২০০ এরও বেশি ছাত্র ও শিক্ষকদের সক্রিয় অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও উদ্ভাবনী চেতনা উদ্দীপিত করা হয়। ইতিমধ্যে চ্যাপ্টারটি বেশ কিছু সফল ইভেন্ট আয়োজন করেছে। যার মধ্যে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি এবং সচেতনতা কর্মসূচি (২০২৪)’, ‘নেক্সট-জেনারেশন জিনোমিক্স ও ড্রাগ ডিজাইন কর্মশালা (২০২৪)’ এবং ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রীনিং ক্যাম্পেইন (২০২৫)’ উল্লেখযোগ্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।