বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে কিভাবে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র সরঞ্জাম এক নতুন সম্ভাবনা তৈরি করবে, এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক-এর ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি. ভাওয়েল-এর বাংলাদেশ সফরে।
বুধবার (২৬ মার্চ) সকাল মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এতথ্য জানানো হয়। চলতি মাসের ২৪ থেকে ২৫ মার্চ বাংলাদেশ সফর করেছেন ভাওয়েল। সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল। যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছেন।
আলোচনায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় প্রাধান্য পায়। যার মধ্যে ছিল দেশীয় নিরাপত্তা রক্ষা বিশেষত দুর্যোগ মোকাবিলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রগুলোসহ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা। ২০২৫ সালের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য সামরিক মহড়া ‘টাইগারলাইটনিং’ নিয়ে আলোচনা। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দক্ষ ও পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকা তুলে ধরা।
