ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ইবিতে সমাবেশ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৫:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪৭ বার পঠিত

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদ এবং ভিসির পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করে সংগঠনটি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, তানভির মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে কুয়েট ভিসির সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল শিক্ষার্থীদের। কিন্তু তিনি একটি দল বা গোষ্ঠীকে সব সময় সুযোগ সুবিধা দিয়েছেন। কুয়েট ভিসি সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি তাঁর চেয়ারে থাকার নৈতিকতা হারিয়েছেন। যিনি ছাত্রদের অধিকার সংরক্ষণ করতে পারেন না, তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে থাকতে পারেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনতিবিলম্বে কুয়েট ভিসিকে অপসারণ করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এসময় যুবদলের নেতাদের দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রবিবার বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সর্বশেষ ১৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত কুয়েটের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় উক্ত সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ইবিতে সমাবেশ

প্রকাশিত ০৫:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদ এবং ভিসির পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করে সংগঠনটি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, তানভির মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে কুয়েট ভিসির সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল শিক্ষার্থীদের। কিন্তু তিনি একটি দল বা গোষ্ঠীকে সব সময় সুযোগ সুবিধা দিয়েছেন। কুয়েট ভিসি সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি তাঁর চেয়ারে থাকার নৈতিকতা হারিয়েছেন। যিনি ছাত্রদের অধিকার সংরক্ষণ করতে পারেন না, তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে থাকতে পারেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনতিবিলম্বে কুয়েট ভিসিকে অপসারণ করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এসময় যুবদলের নেতাদের দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রবিবার বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সর্বশেষ ১৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত কুয়েটের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় উক্ত সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।