ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

রেকর্ড দর্শকের সামনে প্রতিপক্ষকে হারালেন মেসিরা

লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।

হান্টিংটন ব্যাংক ফিল্ড স্টেডিয়ামে গত রাতে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি খেলেছে কলম্বাস ক্রুর বিপক্ষে। এই ম্যাচ দেখতে এসেছেন ৬০৬১৪ দর্শক। যা কলম্বাসের ঘরের মাঠের ম্যাচের হিসেবে রেকর্ড দর্শক। রেকর্ড দর্শকের সামনেই প্রতিপক্ষকে ১-০ গোলে হারাল ইন্টার মায়ামি।

ম্যাচে দ্রুতই এগিয়ে যেতে পারত কলম্বাস ক্রু। ১৭ মিনিটে কলম্বাস মিডফিল্ডার ডায়লান চ্যামবোস্ট বাঁ পায়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। ২৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গে মেসি হানা দিলেও গোল করতে পারেননি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ম্যাচে প্রথম গোলমুখ খোলে মায়ামি। ৩০ মিনিটে গোলটি করেন মায়ামি মিডফিল্ডার বেনজামিন ক্রেমাশ্চি। মার্সেলো উইনগান্ডের ক্রস রিসিভ করে লক্ষ্যভেদ করেন ক্রেমাশ্চি।

প্রথম গোলের পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরতে পারত কলম্বাস। ৪৬ মিনিটে কলম্বাস ফরোয়ার্ড ডিয়েগো রসি শট নিলেও সেটা প্রতিহত করেছেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। রসি এরপর আরও কয়েক দফা মায়ামির রক্ষণদুর্গে আক্রমণ করেও গোলের দেখা পাননি।

শুধু রসিই নন, কলম্বাস সমতায় ফিরতে অনেক মরিয়া হয়ে ওঠে। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনোবা প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় স্বাগতিকেরা সমতায় ফিরতে পারেননি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে মেসি লক্ষ্যভেদের চেষ্টা করলেও কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শাল্ট সেটা প্রতিহত করেছেন। শেষ পর্যন্ত মায়ামি ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

১-০ গোলের জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখন তিনে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট মেসি-সুয়ারেজদের মায়ামির। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শার্লট এফসি। দুইয়ে থাকা সিনসিনাটিরও পয়েন্ট ১৯। শার্লট, সিনসিনাটি দুটি দলই খেলেছে ৯টি করে ম্যাচ। চারে থাকা কলম্বাস ক্রুর পয়েন্ট ১৮।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

রেকর্ড দর্শকের সামনে প্রতিপক্ষকে হারালেন মেসিরা

প্রকাশিত ১০:৫১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।

হান্টিংটন ব্যাংক ফিল্ড স্টেডিয়ামে গত রাতে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি খেলেছে কলম্বাস ক্রুর বিপক্ষে। এই ম্যাচ দেখতে এসেছেন ৬০৬১৪ দর্শক। যা কলম্বাসের ঘরের মাঠের ম্যাচের হিসেবে রেকর্ড দর্শক। রেকর্ড দর্শকের সামনেই প্রতিপক্ষকে ১-০ গোলে হারাল ইন্টার মায়ামি।

ম্যাচে দ্রুতই এগিয়ে যেতে পারত কলম্বাস ক্রু। ১৭ মিনিটে কলম্বাস মিডফিল্ডার ডায়লান চ্যামবোস্ট বাঁ পায়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। ২৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গে মেসি হানা দিলেও গোল করতে পারেননি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ম্যাচে প্রথম গোলমুখ খোলে মায়ামি। ৩০ মিনিটে গোলটি করেন মায়ামি মিডফিল্ডার বেনজামিন ক্রেমাশ্চি। মার্সেলো উইনগান্ডের ক্রস রিসিভ করে লক্ষ্যভেদ করেন ক্রেমাশ্চি।

প্রথম গোলের পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরতে পারত কলম্বাস। ৪৬ মিনিটে কলম্বাস ফরোয়ার্ড ডিয়েগো রসি শট নিলেও সেটা প্রতিহত করেছেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। রসি এরপর আরও কয়েক দফা মায়ামির রক্ষণদুর্গে আক্রমণ করেও গোলের দেখা পাননি।

শুধু রসিই নন, কলম্বাস সমতায় ফিরতে অনেক মরিয়া হয়ে ওঠে। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনোবা প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় স্বাগতিকেরা সমতায় ফিরতে পারেননি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে মেসি লক্ষ্যভেদের চেষ্টা করলেও কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শাল্ট সেটা প্রতিহত করেছেন। শেষ পর্যন্ত মায়ামি ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

১-০ গোলের জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখন তিনে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট মেসি-সুয়ারেজদের মায়ামির। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শার্লট এফসি। দুইয়ে থাকা সিনসিনাটিরও পয়েন্ট ১৯। শার্লট, সিনসিনাটি দুটি দলই খেলেছে ৯টি করে ম্যাচ। চারে থাকা কলম্বাস ক্রুর পয়েন্ট ১৮।