Ovijatra
ঢাকাFriday , 18 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

গণঅভ্যুত্থানে চার শহীদের জন্য কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের দোয়া ও মিলাদের আয়োজন

Link Copied!

২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের শহীদ চার শিক্ষার্থীর আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৮ জুলাই) কবি নজরুল কলেজে জুম্মার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হয়েছে।

এতে অংশ নিয়েছে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক মোঃ সাকিব হাসান।

এছাড়াও কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য করিম রছি, লাবিব, ইয়া মমিন, অঞ্জন চৌধুরীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের অবদান কতোটুকু ছিল তা কলেজের চার শিক্ষার্থী জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সাদেক বাপ্পী আরো বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের জুলাইকে বুকে ধারণ করতে হবে। জুলাই প্রশ্নে দেশের সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।