ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত সুলতানা তিথী
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণের ২০ তম কার্যনির্বাহী সভায় উপস্থিত সকল সদস্যদের ভোটের মাধ্যমে আগামী ২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়। উপদেষ্টা অধ্যাপক ড. মো: সেলিম রেজা ও সরকারি অধ্যাপক আরিফুল ইসলাম এবং সদ্য বিদায়ী সভাপতি কাওসার আহম্মেদ ও সাধারণ সম্পাদক অর্ণব হাসান এ কমিটির অনুমোদন দেন।
কমিটি পূর্ণাঙ্গ করেছে সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ শুভ, রায়হান বিশ্বাস, শামীম রেজা, নূপুর, শরিফ, ও এসএম শিহাব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রানা, মুতাসিম বিল্লাহ, আলমগীর হোসেন, নাহিদ রানা, সাদিয়া জেসমিন, আশিকুর রহমান, তুহিন হোসাইন। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন হোসেন, আমিনুল ইসলাম মিলন, তৈয়বা ইসলাম আবনী, আইয়ুব সরকার।
আরো আছেন দপ্তর সম্পাদক মো: মুন্না মিয়া, উপদপ্তর সম্পাদক তুষার ইমরান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক রায়হান আলী খাঁন, প্রচার সম্পাদক মো: রবিউল ইসলাম, সহ- প্রচার সম্পাদক নূহ আলম, ক্রিয়া সম্পাদক কাওছার আলম, সহ- ক্রিয়া সম্পাদক মেহেদি হাসান রাকিব, আইন বিষায়ক সম্পাদক সুমাইয়া দিনা, সহ- আইন বিষায়ক সম্পাদক আতিক আমান রোজ, সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক ইমরান হাসান, সহ- সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক আমিনা রহমান সূচনা, ধর্ম বিষায়ক সম্পাদক আহমাদুল্লাহ, উপ ধর্ম বিষায়ক সম্পাদক আইনুল,
এছাড়াও আছেন ছাত্রী বিষায়ক সম্পাদক নুসরাত রিয়া, সহ-ছাত্রী বিষায়ক সম্পাদক জেরিন আক্তার মিম এবং সাইমা বিনতে সাঈম। সমাজসেবা বিষায়ক সম্পাদক রেদোয়ান, সহ- সমাজসেবা বিষায়ক সম্পাদক তরিকুল ই্সলাম, তামিম আনছারি, সাহিত্য বিষায়ক সম্পাদক সাবিদ সরকার সাওন, সহ-সাহিত্য বিষায়ক সম্পাদক আনামিকা, শিক্ষা বিষায়ক সম্পাদক জোনায়েদ ইসলাম পলক, সহ- শিক্ষা বিষায়ক, সম্পাদক হাসিবুল ই্সলাম অরুণ, রাকিব হাসান, জুনাইদ আহাম্মেদ, সদস্য মনিরুল ইসলাম, হুমাইরা হিমি, শামীম রেজা এবং রিয়াদ হাসান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিফাত সুলতানা তিথী বলেন, “সিরাজগঞ্জ জেলা কল্যানে এবারই প্রথম কোনো নারী শিক্ষার্থীকে সাধারণ সম্পাদক এর মতন গুরু দায়িত্ব অর্পন করা হলো। এটা আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়।অভ্যুত্থান পূর্ববর্তী কমিটির সকল তিক্ত অভিজ্ঞতা দূর করে আমাদের মূল লক্ষ্য থাকবে নারী শিক্ষার্থীদের সহ গঞ্জিয়ান পরিবার জ্ঞান, সাহিত্য এবং ঐতিহ্যের আলোকে গড়ে তোলা।”
নবনির্বাচিত সভাপতি আমিরুল ইসলাম বলেন, আমরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সূদুর সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়ায় এসেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ আমাদের আরেকটি পরিবার। এই সংগঠনটির দায়িত্ব পেয়ে প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। জেলা কল্যাণের সার্বিক উন্নয়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। সকলের দোয়া কামনা করছি।
