ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

অভ্যন্তরীণ শিক্ষার্থী পরিবহনে ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৩:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের (EV) উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যকর হয়েছে। আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে।

এ সম্পর্কে মতামত দিয়ে এস এম সুইট বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা র্দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় ভ্যান ভাড়া ও ক্যাম্পাসে সার্বিক চলাচলের ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে আসছে।এই বিষয়ে আমাদের দীর্ঘদিনের দাবী ছিলো, শিক্ষার্থীদের জন্য চক্রাকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা নিশ্চিতকরণ। যার ফলশ্রুতিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ৪ টি EV (Electric Vehicles) উদ্বোধন হতে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ইলেক্ট্রিক শাটল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। যে কোম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে DFSK Bangladesh-এর MA Enterprise। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ার সফল সেবা দিয়ে আসছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪ আসনবিশিষ্ট মোট ৪টি ইলেকট্রিক যান চালু করা হবে। যানগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে চক্রাকারে চলাচল করবে এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।

জনপ্রিয়

NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

অভ্যন্তরীণ শিক্ষার্থী পরিবহনে ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন

প্রকাশিত ০৩:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের (EV) উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যকর হয়েছে। আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে।

এ সম্পর্কে মতামত দিয়ে এস এম সুইট বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা র্দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় ভ্যান ভাড়া ও ক্যাম্পাসে সার্বিক চলাচলের ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে আসছে।এই বিষয়ে আমাদের দীর্ঘদিনের দাবী ছিলো, শিক্ষার্থীদের জন্য চক্রাকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা নিশ্চিতকরণ। যার ফলশ্রুতিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ৪ টি EV (Electric Vehicles) উদ্বোধন হতে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ইলেক্ট্রিক শাটল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। যে কোম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে DFSK Bangladesh-এর MA Enterprise। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ার সফল সেবা দিয়ে আসছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪ আসনবিশিষ্ট মোট ৪টি ইলেকট্রিক যান চালু করা হবে। যানগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে চক্রাকারে চলাচল করবে এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।