ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

প্রখ্যাত স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তোফায়েল আহমেদের জামাতা লে. কর্নেল সারোয়ার জাহান এবং হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডা. ফজলে রাব্বী চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। তার হৃদযন্ত্রে জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণ ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক তোফায়েল আহমেদের মরদেহ রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক তোফায়েল আহমেদ দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ২০০৬-২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ‘স্থানীয় সরকার কমিশনের’ সদস্য ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করলে, তাকে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে সাত সদস্যের কমিশন ২০২৫ সালের ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে দুই খণ্ডে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয়।

অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ গবেষক ও সংস্কারক, যিনি আজীবন স্থানীয় সরকারকে শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে কাজ করে গেছেন।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

প্রকাশিত ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

প্রখ্যাত স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তোফায়েল আহমেদের জামাতা লে. কর্নেল সারোয়ার জাহান এবং হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডা. ফজলে রাব্বী চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। তার হৃদযন্ত্রে জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণ ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক তোফায়েল আহমেদের মরদেহ রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক তোফায়েল আহমেদ দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ২০০৬-২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ‘স্থানীয় সরকার কমিশনের’ সদস্য ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করলে, তাকে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে সাত সদস্যের কমিশন ২০২৫ সালের ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে দুই খণ্ডে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয়।

অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ গবেষক ও সংস্কারক, যিনি আজীবন স্থানীয় সরকারকে শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে কাজ করে গেছেন।