ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

যবিপ্রবিতে ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ কারাতে সংস্থার (বিকেও) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫’।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

 

 

এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলার ছেলে ও মেয়ে কারাতে খেলোয়ারগণ। দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ কারাতে সংস্থা যশোর জেলার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্যারাতে সংস্থাকে, যারা আজকের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এই আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়—এটি হবে আমাদের ঐক্যবদ্ধের প্রতীক, পারস্পরিক সম্পর্কের প্রতিক এবং বন্ধুত্বের বন্ধন।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমান, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান ও নেপালের কোচবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

যবিপ্রবিতে ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ কারাতে সংস্থার (বিকেও) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫’।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

 

 

এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলার ছেলে ও মেয়ে কারাতে খেলোয়ারগণ। দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ কারাতে সংস্থা যশোর জেলার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্যারাতে সংস্থাকে, যারা আজকের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এই আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়—এটি হবে আমাদের ঐক্যবদ্ধের প্রতীক, পারস্পরিক সম্পর্কের প্রতিক এবং বন্ধুত্বের বন্ধন।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমান, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান ও নেপালের কোচবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।