ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হয়েছে আরেকটি দ্বিতল বাস

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন পুলে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন দ্বিতল বাস। বিআরটিসি’র সরবরাহকৃত এই বাসটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে পরিবহন পুলে দুইটি দ্বিতল বাস চালু ছিল। নতুন বাসটি যুক্ত হওয়ায় মোট দ্বিতল বাসের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। প্রতিদিন ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এই বাসগুলো ব্যবহার করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অধিকাংশ বাস পুরোনো হওয়ায় প্রায়ই মেরামতের প্রয়োজন পড়ে। এছাড়া ড্রাইভার ও হেলপারের সংকটও পরিবহন ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করে। বিআরটিসির বাসগুলো ভাড়া নেওয়ায় তাদের নিজস্ব চালক ও সহকারী থাকেন, এবং যান্ত্রিক সমস্যাগুলো বিআরটিসি কর্তৃপক্ষই দেখাশোনা করে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে বিআরটিসির আরেকটি দ্বিতল বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া উপাচার্য মহোদয়ের নির্দেশনায় অচল গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিকভাবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।”

শিক্ষার্থীরা বলছেন, ক্লাস শুরুর আগে ও পরে বাস সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় সেই দুর্ভোগ কিছুটা কমবে বলে। তাদের মতে, নতুন বাস না কিনে বরং বিআরটিসির বাস ভাড়া নেওয়া হলে যাতায়াত ব্যবস্থা আরও কার্যকর হবে।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হয়েছে আরেকটি দ্বিতল বাস

প্রকাশিত ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন পুলে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন দ্বিতল বাস। বিআরটিসি’র সরবরাহকৃত এই বাসটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে পরিবহন পুলে দুইটি দ্বিতল বাস চালু ছিল। নতুন বাসটি যুক্ত হওয়ায় মোট দ্বিতল বাসের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। প্রতিদিন ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এই বাসগুলো ব্যবহার করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অধিকাংশ বাস পুরোনো হওয়ায় প্রায়ই মেরামতের প্রয়োজন পড়ে। এছাড়া ড্রাইভার ও হেলপারের সংকটও পরিবহন ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করে। বিআরটিসির বাসগুলো ভাড়া নেওয়ায় তাদের নিজস্ব চালক ও সহকারী থাকেন, এবং যান্ত্রিক সমস্যাগুলো বিআরটিসি কর্তৃপক্ষই দেখাশোনা করে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে বিআরটিসির আরেকটি দ্বিতল বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া উপাচার্য মহোদয়ের নির্দেশনায় অচল গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিকভাবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।”

শিক্ষার্থীরা বলছেন, ক্লাস শুরুর আগে ও পরে বাস সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় সেই দুর্ভোগ কিছুটা কমবে বলে। তাদের মতে, নতুন বাস না কিনে বরং বিআরটিসির বাস ভাড়া নেওয়া হলে যাতায়াত ব্যবস্থা আরও কার্যকর হবে।