ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন

হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হয়েছে আরেকটি দ্বিতল বাস

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন পুলে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন দ্বিতল বাস। বিআরটিসি’র সরবরাহকৃত এই বাসটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে পরিবহন পুলে দুইটি দ্বিতল বাস চালু ছিল। নতুন বাসটি যুক্ত হওয়ায় মোট দ্বিতল বাসের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। প্রতিদিন ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এই বাসগুলো ব্যবহার করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অধিকাংশ বাস পুরোনো হওয়ায় প্রায়ই মেরামতের প্রয়োজন পড়ে। এছাড়া ড্রাইভার ও হেলপারের সংকটও পরিবহন ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করে। বিআরটিসির বাসগুলো ভাড়া নেওয়ায় তাদের নিজস্ব চালক ও সহকারী থাকেন, এবং যান্ত্রিক সমস্যাগুলো বিআরটিসি কর্তৃপক্ষই দেখাশোনা করে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে বিআরটিসির আরেকটি দ্বিতল বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া উপাচার্য মহোদয়ের নির্দেশনায় অচল গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিকভাবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।”

শিক্ষার্থীরা বলছেন, ক্লাস শুরুর আগে ও পরে বাস সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় সেই দুর্ভোগ কিছুটা কমবে বলে। তাদের মতে, নতুন বাস না কিনে বরং বিআরটিসির বাস ভাড়া নেওয়া হলে যাতায়াত ব্যবস্থা আরও কার্যকর হবে।

জনপ্রিয়

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হয়েছে আরেকটি দ্বিতল বাস

প্রকাশিত ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন পুলে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন দ্বিতল বাস। বিআরটিসি’র সরবরাহকৃত এই বাসটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে পরিবহন পুলে দুইটি দ্বিতল বাস চালু ছিল। নতুন বাসটি যুক্ত হওয়ায় মোট দ্বিতল বাসের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। প্রতিদিন ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এই বাসগুলো ব্যবহার করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অধিকাংশ বাস পুরোনো হওয়ায় প্রায়ই মেরামতের প্রয়োজন পড়ে। এছাড়া ড্রাইভার ও হেলপারের সংকটও পরিবহন ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করে। বিআরটিসির বাসগুলো ভাড়া নেওয়ায় তাদের নিজস্ব চালক ও সহকারী থাকেন, এবং যান্ত্রিক সমস্যাগুলো বিআরটিসি কর্তৃপক্ষই দেখাশোনা করে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে বিআরটিসির আরেকটি দ্বিতল বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া উপাচার্য মহোদয়ের নির্দেশনায় অচল গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিকভাবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।”

শিক্ষার্থীরা বলছেন, ক্লাস শুরুর আগে ও পরে বাস সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় সেই দুর্ভোগ কিছুটা কমবে বলে। তাদের মতে, নতুন বাস না কিনে বরং বিআরটিসির বাস ভাড়া নেওয়া হলে যাতায়াত ব্যবস্থা আরও কার্যকর হবে।