ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

নবীনদের নিয়ে ইবি ছাত্রশিবিরের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৮:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আন্তঃবিভাগীয় ফ্রেশার্স শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার(২০ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও প্রচার সম্পাদক আবসার নবী হামযাসহ খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের নবীন শিক্ষার্থীদের মধ্যে একে অপরের ভালো সম্পর্ক থাকবে। সেই প্রত্যাশায় এবং সম্প্রতির ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য এই আয়োজন। আমরা চাই ক্রীড়া উৎসবের মাধ্যমে আগামীর বাংলাদেশ সম্প্রতি ও সমৃদ্ধির প্রতিচ্ছবি দৃশ্যমান হোক। আমরা আশা করছি পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবেন। এসময় তিনি নবীনদের মধ্যে বুঝাপড়া খুব বেশি ভালো হোক, একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি হোক সেই প্রত্যাশা করেন।”

ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “মানুষ পজিটিভ কাজ পছন্দ করে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কেন্দ্রিক যেসব পজিটিভ কাজ হবে সেগুলো সকলে একসেপ্ট করবে। শিবিরের কাজগুলো পজিটিভ বিধায় শিক্ষার্থীরা তাদের পক্ষে সায় দিচ্ছে। তাদের এসব কাজের জন্যই বিগত চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে তারা বিজয় লাভ করেছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন, “আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। আমরা এখন মোবাইলে আসক্তি হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি। এইজন্যেই বিদ্যালয়ে খেলাধুলার আয়োজন বেশি করা উচিত। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও ইনডোর গেম চালু করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রশাসন প্রোভাইড করবে। যারাই পজেটিভ কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারাই সাহায্য পাবে। ছাত্রশিবিরের মতো পজেটিভ কাজ প্রত্যেকটা সংগঠনের করা দরকার।”

জানা যায়, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ বনাম ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ উদ্বোধনী ম্যাচটি শুরু হয়।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

নবীনদের নিয়ে ইবি ছাত্রশিবিরের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত ০৮:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আন্তঃবিভাগীয় ফ্রেশার্স শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার(২০ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও প্রচার সম্পাদক আবসার নবী হামযাসহ খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের নবীন শিক্ষার্থীদের মধ্যে একে অপরের ভালো সম্পর্ক থাকবে। সেই প্রত্যাশায় এবং সম্প্রতির ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য এই আয়োজন। আমরা চাই ক্রীড়া উৎসবের মাধ্যমে আগামীর বাংলাদেশ সম্প্রতি ও সমৃদ্ধির প্রতিচ্ছবি দৃশ্যমান হোক। আমরা আশা করছি পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবেন। এসময় তিনি নবীনদের মধ্যে বুঝাপড়া খুব বেশি ভালো হোক, একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি হোক সেই প্রত্যাশা করেন।”

ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “মানুষ পজিটিভ কাজ পছন্দ করে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কেন্দ্রিক যেসব পজিটিভ কাজ হবে সেগুলো সকলে একসেপ্ট করবে। শিবিরের কাজগুলো পজিটিভ বিধায় শিক্ষার্থীরা তাদের পক্ষে সায় দিচ্ছে। তাদের এসব কাজের জন্যই বিগত চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে তারা বিজয় লাভ করেছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন, “আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। আমরা এখন মোবাইলে আসক্তি হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি। এইজন্যেই বিদ্যালয়ে খেলাধুলার আয়োজন বেশি করা উচিত। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও ইনডোর গেম চালু করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রশাসন প্রোভাইড করবে। যারাই পজেটিভ কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারাই সাহায্য পাবে। ছাত্রশিবিরের মতো পজেটিভ কাজ প্রত্যেকটা সংগঠনের করা দরকার।”

জানা যায়, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ বনাম ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ উদ্বোধনী ম্যাচটি শুরু হয়।