ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি
লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে

জাবিতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সংগঠনটির জাবি দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেজিস্ট্রার থেকে বটতলা পর্যন্ত র‍্যালির আয়োজন করা হয় এবং র‍্যালি শেষে বটতলাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সঞ্চালনায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল হাদি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, আমরা নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত আসলে কোনো পদক্ষেপ গ্রহণ করি নাহ, ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক কাজ আগে থেকেই করা উচিত।

সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি বলেন, সারাদেশে ডেঙ্গুতে এই বছরে ৫০ হাজার এর মতো মানুষ মারা গেছে। মৃত্যু ঝুকি বেড়েছে ১৭ শতাংশ মতো, এইটা অনেক ঝুঁকিপূর্ণ কারণ। জাবি ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত নাহ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।

এছাড়া সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, ক্যাম্পাসসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত দেশে প্রায় ৫৯ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ২৫৮ জনের বেশি প্রাণ হারিয়েছেন যা সত্যিই উদ্বেগজনক।

ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জাবি প্রশাসনের প্রতি ক্যাম্পাসজুড়ে বিশেষ করে আবাসিক হলগুলোতে নিয়মিত মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করা। মেডিক্যাল সেন্টারে ডেঙ্গু টেস্ট কিট, প্রয়োজনীয় ওষুধ ও সুচিকিৎসা নিশ্চিত করা। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক চালু করা। পরিষ্কার ও পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর ক্যাম্পাস গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ সারা দেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও ঈদ উপহার প্রদান, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটি ২০২২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে

জাবিতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত ১১:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সংগঠনটির জাবি দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেজিস্ট্রার থেকে বটতলা পর্যন্ত র‍্যালির আয়োজন করা হয় এবং র‍্যালি শেষে বটতলাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সঞ্চালনায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল হাদি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, আমরা নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত আসলে কোনো পদক্ষেপ গ্রহণ করি নাহ, ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক কাজ আগে থেকেই করা উচিত।

সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি বলেন, সারাদেশে ডেঙ্গুতে এই বছরে ৫০ হাজার এর মতো মানুষ মারা গেছে। মৃত্যু ঝুকি বেড়েছে ১৭ শতাংশ মতো, এইটা অনেক ঝুঁকিপূর্ণ কারণ। জাবি ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত নাহ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।

এছাড়া সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, ক্যাম্পাসসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত দেশে প্রায় ৫৯ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ২৫৮ জনের বেশি প্রাণ হারিয়েছেন যা সত্যিই উদ্বেগজনক।

ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জাবি প্রশাসনের প্রতি ক্যাম্পাসজুড়ে বিশেষ করে আবাসিক হলগুলোতে নিয়মিত মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করা। মেডিক্যাল সেন্টারে ডেঙ্গু টেস্ট কিট, প্রয়োজনীয় ওষুধ ও সুচিকিৎসা নিশ্চিত করা। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক চালু করা। পরিষ্কার ও পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর ক্যাম্পাস গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ সারা দেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও ঈদ উপহার প্রদান, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটি ২০২২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।