ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

দীর্ঘ ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করলো ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (শাখা) ছাত্রশিবিরের পক্ষ থেকে দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের প্রায় দেড় সহস্রাধিক নবীন শিক্ষার্থীদের (৫৪তম ব্যাচ) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়ে বিকাল সাড়ে ৩টায় শেষ হয়।

নবীনবরণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের কল্যাণে এরকম কার্যক্রমে সকল ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।”

তিনি আরও বলেন, “দেশের শীর্ষ চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোকে একত্রিত হয়ে একটি সমন্বিত প্লাটফর্ম গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের বিষয়ে গুরুত্বারোপ করেন।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “৫ই আগষ্টের পর নতুন একটি জাগরন তৈরি হয়েছে। এক্ষেত্রে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের উপর অতীতে জুলুম করা হয়েছে। আমাদের শত-শত ভাইদের হত্যা, হুম, খুন করা হয়েছে।”

তিনি বলেন, “রাষ্ট্রীয় চার মূলনীতি একে অপরের সাথে সাংঘর্ষিক। এগুলোর যথাযথ সংস্কার দরকার। শিক্ষার্থীদের কল্যাণে অতীতেও ছাত্রশিবির ছিল। আগামীতেও কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “অনার্স-মাসটার্সে প্রথন হওয়ার পরেও ছাত্রশিবিরের জনশক্তিদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেওয়া হয়নি।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “নামাজ পড়তে হবে, সৃষ্টিকর্তার কাছে চাইলে হবে। ভালোদের সাথে মিশতে হবে। এতে করে দুনিয়া আখিরাতে সফল হওয়া যাবে। সেজন্য ছাত্রশিবির হতে পারে দারুণ একটা মেন্টর।”

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অন্যান্য শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, প্রায় দেড় সহস্রাধিক নবীন শিক্ষার্থী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জাবি শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

জনপ্রিয়

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করলো ছাত্রশিবির

প্রকাশিত ১১:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (শাখা) ছাত্রশিবিরের পক্ষ থেকে দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের প্রায় দেড় সহস্রাধিক নবীন শিক্ষার্থীদের (৫৪তম ব্যাচ) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়ে বিকাল সাড়ে ৩টায় শেষ হয়।

নবীনবরণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের কল্যাণে এরকম কার্যক্রমে সকল ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।”

তিনি আরও বলেন, “দেশের শীর্ষ চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোকে একত্রিত হয়ে একটি সমন্বিত প্লাটফর্ম গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের বিষয়ে গুরুত্বারোপ করেন।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “৫ই আগষ্টের পর নতুন একটি জাগরন তৈরি হয়েছে। এক্ষেত্রে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের উপর অতীতে জুলুম করা হয়েছে। আমাদের শত-শত ভাইদের হত্যা, হুম, খুন করা হয়েছে।”

তিনি বলেন, “রাষ্ট্রীয় চার মূলনীতি একে অপরের সাথে সাংঘর্ষিক। এগুলোর যথাযথ সংস্কার দরকার। শিক্ষার্থীদের কল্যাণে অতীতেও ছাত্রশিবির ছিল। আগামীতেও কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “অনার্স-মাসটার্সে প্রথন হওয়ার পরেও ছাত্রশিবিরের জনশক্তিদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেওয়া হয়নি।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “নামাজ পড়তে হবে, সৃষ্টিকর্তার কাছে চাইলে হবে। ভালোদের সাথে মিশতে হবে। এতে করে দুনিয়া আখিরাতে সফল হওয়া যাবে। সেজন্য ছাত্রশিবির হতে পারে দারুণ একটা মেন্টর।”

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অন্যান্য শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, প্রায় দেড় সহস্রাধিক নবীন শিক্ষার্থী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জাবি শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।