ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা বন্ধ করে অবিলম্বে গণভোট আয়োজনের দাবি জাকসুর

জুলাই সনদের আলোকে রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নে বিলম্ব ও রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টকে গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী আখ্যা দিয়ে অবিলম্বে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

রবিবার (২ নভেম্বর) রাতে জাকসুর সহ সভাপতি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি করেছে, সেটি বাস্তবায়নে বিএনপির টালবাহানা গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রতারণার শামিল। শাসকগোষ্ঠীকে ফ্যাসিবাদী করে তোলা কাঠামো ভেঙে নতুন কাঠামো গঠনের ঐকমত্য কমিশনের সুপারিশ কার্যকর করতে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে।

জাকসুর নেতৃবৃন্দের দাবি, ঐকমত্য কমিশনের ৮৪টি ধারার মধ্যে মাত্র পাঁচটিতে কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ নেই। বাকি ধারাগুলিতে বিএনপি সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে। এতে কমিশনের দেড় বছরের আলোচনা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

বিবৃতিতে বিএনপির বিরোধিতার মূল বিষয়গুলো তুলে ধরে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন ও স্বতন্ত্র তদন্ত সার্ভিস গঠনের প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে; সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা ও স্বাধীন বিধি প্রণয়নের ক্ষমতা প্রদানে বিরোধিতা করেছে; একই ব্যক্তি যাতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী না থাকতে পারেন, এই যুগোপযোগী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে; উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি ও প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তাবেও আপত্তি জানিয়েছে; এবং সংবিধানের ৭০ নং অনুচ্ছেদে সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের মতপ্রকাশের স্বাধীনতা বাড়ানো ও জাতীয় চুক্তি সংসদে অনুমোদনের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, পিএসসি, দুদক, ন্যায়পাল ও মহা-হিসাব নিরীক্ষকসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করার প্রস্তাবগুলোকেও বিএনপি প্রত্যাখ্যান করেছে। এতে স্পষ্ট হয় দলটি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখতে চায়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সরকার বদলাবে, কিন্তু রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত থাকবে, এটি জনগণ মেনে নেবে না। জনগণের রক্তে অর্জিত জুলাই সনদ কার্যকর করে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব অনুমোদনের একমাত্র অধিকার দেশের সার্বভৌম জনগণের। কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ জনআকাঙ্ক্ষার ঊর্ধ্বে হতে পারে না। একারণে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অবিলম্বে গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

জনপ্রিয়

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা বন্ধ করে অবিলম্বে গণভোট আয়োজনের দাবি জাকসুর

প্রকাশিত ১১:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

জুলাই সনদের আলোকে রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নে বিলম্ব ও রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টকে গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী আখ্যা দিয়ে অবিলম্বে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

রবিবার (২ নভেম্বর) রাতে জাকসুর সহ সভাপতি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি করেছে, সেটি বাস্তবায়নে বিএনপির টালবাহানা গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রতারণার শামিল। শাসকগোষ্ঠীকে ফ্যাসিবাদী করে তোলা কাঠামো ভেঙে নতুন কাঠামো গঠনের ঐকমত্য কমিশনের সুপারিশ কার্যকর করতে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে।

জাকসুর নেতৃবৃন্দের দাবি, ঐকমত্য কমিশনের ৮৪টি ধারার মধ্যে মাত্র পাঁচটিতে কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ নেই। বাকি ধারাগুলিতে বিএনপি সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে। এতে কমিশনের দেড় বছরের আলোচনা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

বিবৃতিতে বিএনপির বিরোধিতার মূল বিষয়গুলো তুলে ধরে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন ও স্বতন্ত্র তদন্ত সার্ভিস গঠনের প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে; সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা ও স্বাধীন বিধি প্রণয়নের ক্ষমতা প্রদানে বিরোধিতা করেছে; একই ব্যক্তি যাতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী না থাকতে পারেন, এই যুগোপযোগী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে; উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি ও প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তাবেও আপত্তি জানিয়েছে; এবং সংবিধানের ৭০ নং অনুচ্ছেদে সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের মতপ্রকাশের স্বাধীনতা বাড়ানো ও জাতীয় চুক্তি সংসদে অনুমোদনের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, পিএসসি, দুদক, ন্যায়পাল ও মহা-হিসাব নিরীক্ষকসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করার প্রস্তাবগুলোকেও বিএনপি প্রত্যাখ্যান করেছে। এতে স্পষ্ট হয় দলটি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখতে চায়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সরকার বদলাবে, কিন্তু রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত থাকবে, এটি জনগণ মেনে নেবে না। জনগণের রক্তে অর্জিত জুলাই সনদ কার্যকর করে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব অনুমোদনের একমাত্র অধিকার দেশের সার্বভৌম জনগণের। কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ জনআকাঙ্ক্ষার ঊর্ধ্বে হতে পারে না। একারণে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অবিলম্বে গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।