Ovijatra
ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালাবে ভারত

Link Copied!

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তঃনির্ভরশীলতার ওপর নির্মিত একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে ভারত। যেখানে উভয় দেশের জনগণ থাকবে প্রধান অংশীজন।

বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন জানায়, মঙ্গলবার হাইকমিশনার প্রণয় ভার্মা মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি-২০২৪ কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্য এসব কথা ব‌লেন।

হাইকমিশনার নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষনকে অগ্রসর করতে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে গুরুত্বসহ তুলে ধরে ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে কথা বলেন।

তিনি ভারতের পররাষ্ট্রনীতির ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘সাগর  মতবাদ’ ও সেইসঙ্গে ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের অগ্রাধিকারগুলোর ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি দর্শন ব্যাখ্যা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।