ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প Logo ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটিতে কবি নজরুল কলেজের উবায়দুল্লাহ, তাজিম Logo শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ক্র্যাবে’র শ্রদ্ধা নিবেদন Logo শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী Logo যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন Logo জাবি রোভার স্কাউটসের সভাপতি খায়রুল, সম্পাদক তাওফিক Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবিতে ছাত্রশক্তির আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শন Logo জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত Logo জাবির নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন Logo শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার হত্যার হুমকি

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি, আলোচনা ও ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষক–শিক্ষার্থী ও স্টাফদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হাবিপ্রবি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ডিমের পুষ্টিগুণ ও খাদ্যমান নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ডিম তুলে দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মাঝেও ডিমের পুষ্টি ও দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান ডিমের প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদানসহ সামগ্রিক পুষ্টিমান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সহজলভ্য ও নিরাপদ পুষ্টির অন্যতম উৎস হলো ডিম।”

ফ্যাকাল্টি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের ডীন ড. রাকিবুল ইসলাম বলেন, “দৈনিক একটি ডিম খাওয়া স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুষ্টিহীনতা দূরীকরণেও ডিমের গুরুত্ব অপরিসীম।”

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

প্রকাশিত ১১:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি, আলোচনা ও ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষক–শিক্ষার্থী ও স্টাফদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হাবিপ্রবি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ডিমের পুষ্টিগুণ ও খাদ্যমান নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ডিম তুলে দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মাঝেও ডিমের পুষ্টি ও দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান ডিমের প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদানসহ সামগ্রিক পুষ্টিমান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সহজলভ্য ও নিরাপদ পুষ্টির অন্যতম উৎস হলো ডিম।”

ফ্যাকাল্টি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের ডীন ড. রাকিবুল ইসলাম বলেন, “দৈনিক একটি ডিম খাওয়া স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুষ্টিহীনতা দূরীকরণেও ডিমের গুরুত্ব অপরিসীম।”

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।