ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা Logo ৪১তম সার্ক সনদ দিবস উদযাপন করলো সার্ক কৃষি কেন্দ্র Logo যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ শুরু Logo রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’ Logo বাংলাদেশজুড়ে নকল ও ভেজাল ওষুধ রোধে পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ Logo ইবি শিক্ষার্থীদের সুদমুক্ত আর্থিক সহায়তার লক্ষ্যে ‘কর্জে হাসানা’ প্রকল্প চালু Logo এটিইউ প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: টুকু Logo ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ Logo ইবি সাংবাদিক সমিতির ‘বর্ষসেরা ফিচার লেখক’ হলেন অভিযাত্রার সাকীফ

হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি: নেতৃত্বে আলমগীর, বাহার ও আরশিদা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) দলের বার্ষিক সাধারণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান (AGM) (১ ডিসেম্বর ২০২৫) সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-০১-এ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজন ছিল স্বেচ্ছাসেবীদের অর্জন, স্বীকৃতি এবং নেতৃত্ব পরিবর্তনের এক স্মরণীয় মুহূর্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ. কে. এম আজাদ সহ কমিটির অন্যান্য সদস্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিট যুব কার্যনির্বাহী কমিটির উপ যুব প্রধান-১ মো. মেহেদী হাসান ও অন্যান্য যুব সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের যুব উপদেষ্টা প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।

প্রধান দলনেতা তাঁর বক্তব্যে চার বছরের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে জানান যে রেড ক্রিসেন্ট তাঁর কাছে একটি পরিবার। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে ৪৫টি প্রোগ্রাম, ৮৬৫ জন ভলেন্টিয়ার এবং ২০ হাজার মানুষের মাঝে সচেতনতা কার্যক্রমে হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দল অসাধারণ ভূমিকা রেখেছে। প্রজেক্ট এওয়্যারনেস, নিউট্রিশন ক্যাম্পেইন, ব্লাড ডোনেশন ও ক্লিন ক্যাম্পাসসহ বিভিন্ন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সামাজিক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে ১১৪৫ সদস্য নিয়ে এটি ক্যাম্পাসের সবচেয়ে বড় মানবিক সংগঠন বলে জানান তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের সারা বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ১৫টি প্রজেক্ট এওয়্যারনেস, ৫টি গ্রামে নিউট্রিশন ক্যাম্পেইন, ১৫০ ব্যাগ রক্ত সংগ্রহ এবং ৩৫০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে মেগা ক্লিন ক্যাম্পাস আয়োজন একটি প্রশংসনীয় সাফল্য। তিনি দলটির সার্বিক সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বছরজুড়ে অসাধারণ অবদান রাখা ভলেন্টিয়ারদের সম্মাননা হিসেবে ২২টি ক্যাটাগরিতে বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষে কমিটি-২০২৫ এর বিলুপ্তি ঘোষণা করা হয় এবং কমিটি-২০২৬ ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতৃত্বে দায়িত্ব পেলেন মো. আলমগীর হোসেন (প্রধান দলনেতা), বাহার ইকবাল অনিক (সহ প্রধান দলনেতা-১) এবং মোছা. আরশিদা আক্তার (সহ প্রধান দলনেতা-২)।

দায়িত্ব গ্রহণ করে মো. আলমগীর হোসেন বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের পরিচয়। তিনি দলকে আরও কার্যকর এবং সমাজ-উপযোগী কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহ প্রধান দলনেতা-১ বাহার ইকবাল অনিক বলেন, রেড ক্রিসেন্টের মানবতা ও সহমর্মিতার মূল্যবোধ ধারণ করে তিনি নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করে যেতে চান।

সহ প্রধান দলনেতা-২ মোছা. আরশিদা আক্তার বলেন, এই দায়িত্ব তাঁর কাছে শুধু একটি পদ নয় বরং এটি বিশ্বাসের প্রতীক। তিনি রেড ক্রিসেন্ট দলের অগ্রযাত্রায় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

নতুন কমিটির প্রতি উপস্থিত সকল অতিথি ও স্বেচ্ছাসেবীরা শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে কমিটি-২০২৬ হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলকে আরও সমৃদ্ধ ও মানবিক সেবার উচ্চতায় নিয়ে যাবে।

জনপ্রিয়

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি: নেতৃত্বে আলমগীর, বাহার ও আরশিদা

প্রকাশিত ১১:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) দলের বার্ষিক সাধারণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান (AGM) (১ ডিসেম্বর ২০২৫) সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-০১-এ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজন ছিল স্বেচ্ছাসেবীদের অর্জন, স্বীকৃতি এবং নেতৃত্ব পরিবর্তনের এক স্মরণীয় মুহূর্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ. কে. এম আজাদ সহ কমিটির অন্যান্য সদস্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিট যুব কার্যনির্বাহী কমিটির উপ যুব প্রধান-১ মো. মেহেদী হাসান ও অন্যান্য যুব সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের যুব উপদেষ্টা প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।

প্রধান দলনেতা তাঁর বক্তব্যে চার বছরের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে জানান যে রেড ক্রিসেন্ট তাঁর কাছে একটি পরিবার। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে ৪৫টি প্রোগ্রাম, ৮৬৫ জন ভলেন্টিয়ার এবং ২০ হাজার মানুষের মাঝে সচেতনতা কার্যক্রমে হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দল অসাধারণ ভূমিকা রেখেছে। প্রজেক্ট এওয়্যারনেস, নিউট্রিশন ক্যাম্পেইন, ব্লাড ডোনেশন ও ক্লিন ক্যাম্পাসসহ বিভিন্ন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সামাজিক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে ১১৪৫ সদস্য নিয়ে এটি ক্যাম্পাসের সবচেয়ে বড় মানবিক সংগঠন বলে জানান তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের সারা বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ১৫টি প্রজেক্ট এওয়্যারনেস, ৫টি গ্রামে নিউট্রিশন ক্যাম্পেইন, ১৫০ ব্যাগ রক্ত সংগ্রহ এবং ৩৫০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে মেগা ক্লিন ক্যাম্পাস আয়োজন একটি প্রশংসনীয় সাফল্য। তিনি দলটির সার্বিক সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বছরজুড়ে অসাধারণ অবদান রাখা ভলেন্টিয়ারদের সম্মাননা হিসেবে ২২টি ক্যাটাগরিতে বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষে কমিটি-২০২৫ এর বিলুপ্তি ঘোষণা করা হয় এবং কমিটি-২০২৬ ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতৃত্বে দায়িত্ব পেলেন মো. আলমগীর হোসেন (প্রধান দলনেতা), বাহার ইকবাল অনিক (সহ প্রধান দলনেতা-১) এবং মোছা. আরশিদা আক্তার (সহ প্রধান দলনেতা-২)।

দায়িত্ব গ্রহণ করে মো. আলমগীর হোসেন বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের পরিচয়। তিনি দলকে আরও কার্যকর এবং সমাজ-উপযোগী কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহ প্রধান দলনেতা-১ বাহার ইকবাল অনিক বলেন, রেড ক্রিসেন্টের মানবতা ও সহমর্মিতার মূল্যবোধ ধারণ করে তিনি নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করে যেতে চান।

সহ প্রধান দলনেতা-২ মোছা. আরশিদা আক্তার বলেন, এই দায়িত্ব তাঁর কাছে শুধু একটি পদ নয় বরং এটি বিশ্বাসের প্রতীক। তিনি রেড ক্রিসেন্ট দলের অগ্রযাত্রায় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

নতুন কমিটির প্রতি উপস্থিত সকল অতিথি ও স্বেচ্ছাসেবীরা শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে কমিটি-২০২৬ হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলকে আরও সমৃদ্ধ ও মানবিক সেবার উচ্চতায় নিয়ে যাবে।