ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বঙ্গভবনের সামনে কড়া নিরাপত্তা, আজও বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কয়েকজন আন্দোলনকারী। এ অবস্থায় বঙ্গভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গভবনের সামনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গভবনের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছেন পুলিশ ও বিজিবির সদস্যরা। এছাড়া আর্মড পুলিশের সদস্যদেরও দেখা গেছে। ব্যারিকেডের উপর কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ব্যারিকেদের পেছনে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

সরেজমিনে আরও দেখা যায়, বিপুল সংখ্যক সেনা সদস্যের পাশাপাশি, পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবি সদস্য বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছেন। আগে থেকেই বঙ্গভবনে প্রবেশের সড়কে কাঁটা তার ও লোহার ব্যারিকেড থাকলেও আজ কাঁটাতারের বেড়া আরও বাড়ানো হয়।

পাশাপাশি কংক্রিটের ডিভাইডার দেওয়া হয় পুরো সড়ক জুড়ে৷ এতে বঙ্গভবনের সামনের সড়ক দিয়ে প্রবেশের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে নিরাপত্তা রক্ষীদের প্রবেশের জন্য পাশেই একটি অস্থায়ী গেট দেখা গেছে। এছাড়া কর্মকর্তাদের প্রবেশের জন্য বঙ্গভবনের পেছনের দিকে একটি পকেট গেট আছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের একজন  ইব্রাহিম সাব্বির বলেন, আমরা ৭-৮ জন মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে এখানে আছি। আমরা দাবি করেছিলাম রাষ্ট্রপতির পদত্যাগ। কিন্তু সংবিধানে নিয়ম না থাকার কারণে তাকে বাদ দেওয়া যাচ্ছে না। যে সংবিধান হাসিনা-চুপ্পুর বিচার করতে পারে না, সেই সংবিধান মানি না।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বঙ্গভবনের সামনে কড়া নিরাপত্তা, আজও বিক্ষোভ

প্রকাশিত ০২:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কয়েকজন আন্দোলনকারী। এ অবস্থায় বঙ্গভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গভবনের সামনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গভবনের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছেন পুলিশ ও বিজিবির সদস্যরা। এছাড়া আর্মড পুলিশের সদস্যদেরও দেখা গেছে। ব্যারিকেডের উপর কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ব্যারিকেদের পেছনে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

সরেজমিনে আরও দেখা যায়, বিপুল সংখ্যক সেনা সদস্যের পাশাপাশি, পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবি সদস্য বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছেন। আগে থেকেই বঙ্গভবনে প্রবেশের সড়কে কাঁটা তার ও লোহার ব্যারিকেড থাকলেও আজ কাঁটাতারের বেড়া আরও বাড়ানো হয়।

পাশাপাশি কংক্রিটের ডিভাইডার দেওয়া হয় পুরো সড়ক জুড়ে৷ এতে বঙ্গভবনের সামনের সড়ক দিয়ে প্রবেশের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে নিরাপত্তা রক্ষীদের প্রবেশের জন্য পাশেই একটি অস্থায়ী গেট দেখা গেছে। এছাড়া কর্মকর্তাদের প্রবেশের জন্য বঙ্গভবনের পেছনের দিকে একটি পকেট গেট আছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের একজন  ইব্রাহিম সাব্বির বলেন, আমরা ৭-৮ জন মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে এখানে আছি। আমরা দাবি করেছিলাম রাষ্ট্রপতির পদত্যাগ। কিন্তু সংবিধানে নিয়ম না থাকার কারণে তাকে বাদ দেওয়া যাচ্ছে না। যে সংবিধান হাসিনা-চুপ্পুর বিচার করতে পারে না, সেই সংবিধান মানি না।