ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম শরীফ ওসমান বিন হাদির আত্মার শান্তি, মাগফিরাত এবং শহিদ হিসেবে মর্যাদা দান কামনা করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ন্যায়, স্বাধীনতা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরীফ ওসমান বিন হাদির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।
দোয়া মাহফিল শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



















