ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে প্রায় চার লক্ষ টাকা মূল্যমানের ৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্র জানায়, মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় ফরিদপুর থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে একটি স্কুল ব্যাগে রক্ষিত আনুমানিক চার লক্ষ টাকা মূল্যমানের ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে ওই মাদকসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোসা. মনজুরা আক্তার জলি । তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর এলাকার বাসিন্দা এবং মোঃ মহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত পূর্বের একটি মামলাও রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী র্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।



















