আজিমপুর বয়েজ ক্লাবের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ সরবরাহের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীহামিদুর রহমান।
রাজধানীর আজিমপুর এলাকায় আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতি প্রাঙ্গনে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও গরিব রোগীদের মাঝে চক্ষু, শিশু, চর্মরোগ, গাইনি, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা চিকিৎসা দেয়া হয়। আয়োজনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট। এছাড়াও আজিমপুর বয়েজ ক্লাবের সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি জুয়েল আহমেদ বলেন, এই ধরনের সামাজিক আয়োজন আমরা ২০০৭ সাল থেকেই করে আসছি, আগামীতে আরো বড় পরিসরে করার চেষ্টা করব। ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ বলেন, সমাজের অসহায় দুঃস্থ মানুষদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা নিয়মিতই এধরনের নানা আয়োজন করে যেতে চাই। সরকারি নিবন্ধিত আজিমপুর বয়েজ ক্লাব টি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, ফ্রি চক্ষু সেবা দান, রক্ত দান কর্মসূচি, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মতো কার্যক্রম করে থাকে।

























