আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের কার্যক্রম উদ্বোধন করবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক সাব্বির ফয়েজ।
প্রায় ২৫ বছর পর গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, যা সারাদেশের বিচারকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে অনলাইনে সকল কার্যক্রম সম্পন্ন করেছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করবেন।
এর আগে, ২৭ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি আইন উপদেষ্টাকে আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং মন্তব্য করেন যে, এটি স্বৈরাচার পতনের পর দেশের প্রথম মুক্ত ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এর মধ্য দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচনের যাত্রা শুরু হবে।
নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টার সাথে আইন সচিব উপস্থিত থাকবেন, পাশাপাশি এসোসিয়েশনের নেতারা, সংগঠক এবং নির্বাচন কমিশনের সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন।
