ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

এনআইডি আবেদন নিষ্পত্তিতে ১৪ দিনের আল্টিমেটাম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করতে আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।

রোববার (১ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে জানানো হয়, ২০২০ অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সিদ্ধান্তগুলো হলো—

ক. আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সব আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন।

খ. তদন্তাধীন থাকা আবেদনসমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

গ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেসব আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাতিল করবেন।

ঘ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেসব আবেদনের ক্ষেত্রে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার নিয়ে নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে বাতিল করে নিষ্পত্তি করতে হবে।

ঙ. ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যেসব আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সে সকল আবেদনগুলোও আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পন্ন করতে হবে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

এনআইডি আবেদন নিষ্পত্তিতে ১৪ দিনের আল্টিমেটাম

প্রকাশিত ০৩:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করতে আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।

রোববার (১ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে জানানো হয়, ২০২০ অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সিদ্ধান্তগুলো হলো—

ক. আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সব আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন।

খ. তদন্তাধীন থাকা আবেদনসমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

গ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেসব আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাতিল করবেন।

ঘ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেসব আবেদনের ক্ষেত্রে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার নিয়ে নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে বাতিল করে নিষ্পত্তি করতে হবে।

ঙ. ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যেসব আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সে সকল আবেদনগুলোও আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পন্ন করতে হবে।