ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজ শাখার ২০২৫ সেশনের সভাপতি হিসেবে দেওয়ান মোহাম্মদ তাজিম ও সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম আবরার এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হয়েছেন কাউসার ঘরামী।
রবিবার (১৯ জানুয়ারী) সকালে কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেওয়ান মুহাম্মাদ তাজিমের সঞ্চালনায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্যাম্পাস সম্মেলন। যেখানে জুলাই বিপ্লব আন্দোলনে শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও আন্দোলন কারীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। এছাড়া কলেজের সাবেক শিক্ষার্থী ও বরিশালের নিয়ামতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সহ কলেজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর প্রতিনিধি ও ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
