বসন্তকে বরণ করতে ‘বসন্ত উৎসব’ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগ।
রবিবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করে তারা।
এসময় চারুকলা বিভাগের শিক্ষার্থী নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান । এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবির সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, “বাংলাদেশের নিজস্ব সভ্যতা সংস্কৃতি এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজন করেছে। এখানে তারা চারুচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করছে। আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি যে, তারা শালীনতার মধ্যে থেকে বাংলাদেশী সংস্কৃতিকে সফল করুক।”
উৎসবে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের বসন্তের এই দিনে বলতে চাই, চারুকলা বিভাগের কাজ শিল্পের কাজ। শিল্পের কাজ হৃদয়কে রঙ্গিন করা। শিল্পীর মন সব সময় বসন্তের মধ্য দিয়ে যায়। আর আজি এ বসন্তে কত ফুল ফুটে। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক। সবার হৃদয় ফুলের মত সুন্দর হোক।”
উল্লেখ্য, উৎসবে উপলক্ষে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের হাতে আঁকা চিত্রশিল্প প্রদর্শন করে। এবং বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
