পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে ডিসিরা (জেলা প্রশাসক) নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। তাদের ওপর নির্বাচন ঘিরে কোনো চাপ বা প্রভাব থাকবে না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, এবারের নির্বাচন একটি নির্দলীয় সরকারের অধীনে হবে। কাজেই এবার ডিসিদের দলীয় তকমায় সুযোগ নেই। এরপরও কোনো ডিসির ব্যাপারে রাজনৈতিক দলের আপত্তি থাকলে আমরা বিবেচনা করে ব্যবস্থা নেবো। তবে এবারের নির্বাচনে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। কারণ, নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য কোনো দলের পক্ষ থেকে তাদের প্রভাবিত করার সুযোগ নেই।
পলিথিনের বিকল্প বাজারে না এনেই বন্ধের সিদ্ধান্ত কতটা সফল হবে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে পলিথিন বন্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ঢাকা শহরে প্রতিদিন দুই কোটি পলিথিন হয়। অথচ আমরা চাইলেই এর ব্যবহার থেকে বের হতে পারি। সবার বাসায়ই চটের বান-কাপড়ের ব্যাগ রয়েছে। চাল কেনার বস্তা, পুরোনো শাড়ি দিয়েও ব্যাগ বানানো যায়। আমরা যুব মন্ত্রণালয়ের মাধ্যমে কাপড় ও চটের ব্যাগ বাজারে আনার চেষ্টা করছি। এটা অসম্ভব কোনো কাজ নয়।
সারাদেশে খাল উদ্ধারের প্রকল্পে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এসবের মধ্যেই (বাধা) আমাদের চলতে হবে। চকবাজারে আমাদের কর্মকর্তাদের অপদস্থ করা হয়েছে। এখন পর্যন্ত বন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তাকেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। সরকারি জমি অনেকেই দখল করে রেখেছে। তাকে সরতে বললে সে সরবে না এটাই স্বাভাবিক। জনগণ এখন সুশাসন চায়। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদেও আলোচনা হয়েছে। আগামী বাজেটে এ সংক্রান্ত কার্যক্রমে একটি সুরক্ষা বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
