বাংলাদেশ ফাইন্যান্সের প্রবাসীদের জন্য আর্থিক সেবা ‘বীর’ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ।খেলায় পিছিয়ে পড়েও প্রবাসী একাদশকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ একাদশ।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুল ইউনিয়নে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে, প্রতিপক্ষের আত্মঘাতী গোলে আগে লিড নেয় প্রবাসী একাদশা ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ একাদশ। ১৫ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিন গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। এরপর শত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি প্রবাসীরা।
শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে ট্রফি উৎসবে মেতে উঠে বাংলাদেশ একাদশ। ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
