‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে ২০২৫–২৬ মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রান্ত স্পেশালাইজড হসপিটালের সহযোগিতায় বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় থানাঘাট স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজ মাঠকে সবসময় খেলাধুলার উপযোগী রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আয়োজকদের এমন আয়োজন অব্যাহত রাখতে আহ্বান জানাই, যাতে এখান থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তৈরি হয়ে দেশ-বিদেশে সুনাম অর্জন করতে পারে।” বিশেষ অতিথির বক্তব্য দেন প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিকেট কমিটির সদস্য সচিব মনসুর আলম চন্দন।
তিনি বলেন, “ময়মনসিংহের অবহেলিত ক্রিকেটকে আমরা নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছি। এখানকার খেলোয়াড়রা যোগ্যতা দিয়ে বড় দলে খেলার সুযোগ পাবে এটাই আমাদের প্রত্যাশা।” স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ১ নং সদস্য ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। তিনি জানান, “এবার আমরা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু করেছি। সামনে শিশু-কিশোরদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতারও আয়োজন করা হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সার্কিট হাউজ পাঞ্জেখানা মসজিদের ইমাম মাওলানা সাব্বির হোসেন। উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন থানাঘাট স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোজাহিদুল ইসলাম রানা। মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৭ রানের টার্গেট দেয়। জবাবে থানারঘাট স্পোর্টিং ক্লাব ৪২ অভার ৪ বল খেলে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করে জয় লাভ করে। থানারঘাট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সালমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের কোথাও এখনো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হয়নি। ময়মনসিংহে প্রথমবারের মতো এমন আয়োজন করতে পারায় তারা গর্বিত। বহু বছর বিলুপ্তপ্রায় প্রিমিয়ার ক্রিকেট লীগ পুনরায় শুরু হওয়ায় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আরও জানান, লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৫০ ওভারের খেলায় ১১টি দল অংশ নিয়েছে, যেখানে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া উপস্থাপক এম. এ. মোরাদ। এসময় ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মোস্তফা, আনোয়ার হক মঞ্জু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু, সাবেক ও বর্তমান ক্রিকেটার, দুই দলের কোচ, ম্যানেজার, খেলোয়াড়, ক্রীড়ামোদী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


























