Ovijatra
ঢাকাFriday , 18 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
orion
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লিগ শুরু

Link Copied!

ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাবের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে ‘নববর্ষ ৩য় মহিলা স্কোয়াশ লিগ ২০২৫’। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মোট ৩০ জন মহিলা স্কোয়াশ খেলোয়াড়। তারা চারটি বিভাগ (উন্মুক্ত, এলিট, প্লেট উন্মুক্ত ও প্লেট এলিট) এ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের লীগে অংশগ্রহণকারী ক্লাব ও প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, এ ইউ বি, বিএএফ শাহীন স্কুল, ভাষানটেক স্কুল, কালশী স্কুল, কালাচাঁদপুর স্কুল, কুমিল্লা রেসিডিয়েনসিয়াল স্কুল, মীরপুর আইডিয়াল স্কুল এবং পোস্তগোলা রিয়ারভিউ স্কুল।

এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি। লিগটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং চারটি বিভাগীয় ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল, বিকেল ৩টায়।

পূর্ব নির্ধারিত স্পনসর প্রত্যাহার করে নেয়ায় এবারের আয়োজন ফেডারেশনের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হচ্ছে। বাজেট সীমাবদ্ধতার মধ্যেও এই আয়োজন মহিলাদের স্কোয়াশে অংশগ্রহণ বাড়াতে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতির মান যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি, পিএসসি, পিএইচডি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।