ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

না ফেরার দেশে অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০৮:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৪৪ বার পঠিত

না ফেরার দেশে অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটার বব কাউপার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে রোববার (১১ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।  ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে এ খবর জানায়।

কাউপার অস্ট্রেলিয়ার হয়ে ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মোট ২৭টি টেস্ট খেলেছেন বব কাউপার। যেখানে ৪৬.৮৪ গড়ে ৫ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে করেছেন ২০৬১ রান। বল হাতেও তিনি ছিলেন বেশ কার্যকর, পার্টটাইম অফস্পিনে শিকার করেছেন ৩৬ উইকেট।

তবে কাউপার সবচেয়ে স্মরণীয় ইনিংসটি খেলে আলোচনায় আসেন ১৯৬৬ সালের অ্যাশেজে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘণ্টা ব্যাট করে ৫৮৯ বলে খেলেন ৩০৭ রানের ইনিংস। ২০০৩ সালে ম্যাথু হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে পার্থে ৩৮০ করার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটের বাইরে কাউপার ভিক্টোরিয়ার হয়ে তার বেশিরভাগ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। ১৯৫৯-৬০ থেকে ১৯৬৯-৭০ সালের মধ্যে মোট ১৪৭টি খেলায় অংশ নিয়েছিলেন তিনি। যেখানে ২৬টি সেঞ্চুরি ও ৫৮ ফিফটিতে ৫৩.৭৮ গড়ে ১০,৫৯৫ রান করেছিলেন। পরে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেন।

কাউপারের মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক ব্যার্ড এক বিবৃতিতে বলেন, ‘বব কাউপারকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় এক নাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তার পরিবার, বন্ধু এবং সাবেক সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মাইক ব্যার্ড আরও বলেন, ‘বব ছিলেন এক অসাধারণ ব্যাটার, যাকে আমরা চিরকাল মনে রাখব তার বিখ্যাত এমসিজি ট্রিপল সেঞ্চুরির জন্য, পাশাপাশি ষাটের দশকে অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার দলে তার প্রভাবের জন্যও।’

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

না ফেরার দেশে অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

প্রকাশিত ০৮:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটার বব কাউপার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে রোববার (১১ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।  ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে এ খবর জানায়।

কাউপার অস্ট্রেলিয়ার হয়ে ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মোট ২৭টি টেস্ট খেলেছেন বব কাউপার। যেখানে ৪৬.৮৪ গড়ে ৫ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে করেছেন ২০৬১ রান। বল হাতেও তিনি ছিলেন বেশ কার্যকর, পার্টটাইম অফস্পিনে শিকার করেছেন ৩৬ উইকেট।

তবে কাউপার সবচেয়ে স্মরণীয় ইনিংসটি খেলে আলোচনায় আসেন ১৯৬৬ সালের অ্যাশেজে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘণ্টা ব্যাট করে ৫৮৯ বলে খেলেন ৩০৭ রানের ইনিংস। ২০০৩ সালে ম্যাথু হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে পার্থে ৩৮০ করার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটের বাইরে কাউপার ভিক্টোরিয়ার হয়ে তার বেশিরভাগ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। ১৯৫৯-৬০ থেকে ১৯৬৯-৭০ সালের মধ্যে মোট ১৪৭টি খেলায় অংশ নিয়েছিলেন তিনি। যেখানে ২৬টি সেঞ্চুরি ও ৫৮ ফিফটিতে ৫৩.৭৮ গড়ে ১০,৫৯৫ রান করেছিলেন। পরে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেন।

কাউপারের মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক ব্যার্ড এক বিবৃতিতে বলেন, ‘বব কাউপারকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় এক নাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তার পরিবার, বন্ধু এবং সাবেক সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মাইক ব্যার্ড আরও বলেন, ‘বব ছিলেন এক অসাধারণ ব্যাটার, যাকে আমরা চিরকাল মনে রাখব তার বিখ্যাত এমসিজি ট্রিপল সেঞ্চুরির জন্য, পাশাপাশি ষাটের দশকে অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার দলে তার প্রভাবের জন্যও।’