ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০২:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১২ বার পঠিত

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন দুইশত টাকার নোটের নকশা উন্মোচন করেছে, যেখানে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা যবিপ্রবির লোগো সম্বলিত গ্রাফিতি। এই গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

১ জুন (রবিবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে।নতুন দুইশত টাকার নোটে যবিপ্রবির লোগো সম্বলিত এই গ্রাফিতি যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত।

এই বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেয়া খুলনা জেলা সমিতির সভাপতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন ” দুইটা ছোট ভাই খুব আগ্রহ নিয়ে একদম জেঁকে বসে যে ভাই চলেন কিছু একটা করা লাগবে চলেন,পরে ঐদিনই আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও ওদের নিয়ে বের হয়ে সব ঠিক ঠাক করে পরেরদিন আর্ট শুরু করা হয় সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করা হয়, তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিলনা, আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে।”

এই বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান আরো বলেন,গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল।
আজ যখন নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে—এটা শুধু খুলনাস্থ যবিপ্রবিয়ান নয়, বরং যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর জন্য এক গর্বের মুহূর্ত।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়টিতে, খুলনায় আমরা যবিপ্রবিয়ানরা সিদ্ধান্ত নেই ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি একটি বার্তাবাহী গ্রাফিতি তৈরি করবো। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে আমরা এই কাজটি করি তখন ভাবতেও পারিনি, এমন একটি পর্যায়ে এটি পৌঁছাবে।

এছাড়াও যবিপ্রবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন “আমরা, খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন, সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশত টাকার নোটে স্থান পেয়েছে যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।”

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

প্রকাশিত ০২:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন দুইশত টাকার নোটের নকশা উন্মোচন করেছে, যেখানে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা যবিপ্রবির লোগো সম্বলিত গ্রাফিতি। এই গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

১ জুন (রবিবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে।নতুন দুইশত টাকার নোটে যবিপ্রবির লোগো সম্বলিত এই গ্রাফিতি যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত।

এই বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেয়া খুলনা জেলা সমিতির সভাপতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন ” দুইটা ছোট ভাই খুব আগ্রহ নিয়ে একদম জেঁকে বসে যে ভাই চলেন কিছু একটা করা লাগবে চলেন,পরে ঐদিনই আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও ওদের নিয়ে বের হয়ে সব ঠিক ঠাক করে পরেরদিন আর্ট শুরু করা হয় সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করা হয়, তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিলনা, আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে।”

এই বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান আরো বলেন,গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল।
আজ যখন নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে—এটা শুধু খুলনাস্থ যবিপ্রবিয়ান নয়, বরং যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর জন্য এক গর্বের মুহূর্ত।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়টিতে, খুলনায় আমরা যবিপ্রবিয়ানরা সিদ্ধান্ত নেই ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি একটি বার্তাবাহী গ্রাফিতি তৈরি করবো। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে আমরা এই কাজটি করি তখন ভাবতেও পারিনি, এমন একটি পর্যায়ে এটি পৌঁছাবে।

এছাড়াও যবিপ্রবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন “আমরা, খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন, সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশত টাকার নোটে স্থান পেয়েছে যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।”