ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

ক্ষমতার ভাগ ছাড়া বিএনপিকে খুঁজে পাওয়া যায় না: নাহিদ ইসলাম

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া বিএনপির কোনো খবর পাওয়া যায় না— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্টের পর আমরা বিএনপিকে আহবান জানিয়েছিলাম— আসুন জাতীয় সরকার গঠন করি। দেশকে পুনর্গঠন করি। বিভাজন ভুলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা বললো, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বললো ছয় মাসের মধ্যে। তারা কেবল তখনই সাড়া দেয়, যখন ক্ষমতার ভাগ জোটে।

তিনি বলেন, আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনগণের দাবির বিপরীতে একটি পক্ষ দাঁড়িয়ে গেছে। তারা পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে এতো মানুষের জীবন যাওয়ার পরে যদি কেউ ভাবে পুরোনো রাজনীতিতেই ফিরে যাবে— তাহলে সে ভাবনা অতটা সহজ হবে না। কারণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।

তিনি বলেন, তারা ভেবেছিল ২-৩টি আসন দিয়ে বা ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা আন্দোলনের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।

সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এখনো রেল সুবিধা পাননি। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু ব্যবস্থা রক্ষা করতে হলে, সুন্দরবন রক্ষা করতে হলে— জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই। যেই দেশের ছাত্র-জনতা ১৬ বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তারা চাঁদাবাজদের ভয় পায় না।

তিনি আরও বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন। নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি। সেখানে নতুন ইশতেহার দেব, ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের শপথ নেব।

এর আগে সাতক্ষীরা শহরের নারিকেলতলা মোড় থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি পদযাত্রা শুরু হয়। শহীদ আসিফ চত্বরে এসে পথসভা আয়োজনের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

বক্তারা বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাতক্ষীরাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনো আছে ও ভবিষ্যতেও থাকবে। তারা জানান, এনসিপি সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে আছে, থাকবে।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

ক্ষমতার ভাগ ছাড়া বিএনপিকে খুঁজে পাওয়া যায় না: নাহিদ ইসলাম

প্রকাশিত ১১:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া বিএনপির কোনো খবর পাওয়া যায় না— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্টের পর আমরা বিএনপিকে আহবান জানিয়েছিলাম— আসুন জাতীয় সরকার গঠন করি। দেশকে পুনর্গঠন করি। বিভাজন ভুলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা বললো, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বললো ছয় মাসের মধ্যে। তারা কেবল তখনই সাড়া দেয়, যখন ক্ষমতার ভাগ জোটে।

তিনি বলেন, আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনগণের দাবির বিপরীতে একটি পক্ষ দাঁড়িয়ে গেছে। তারা পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে এতো মানুষের জীবন যাওয়ার পরে যদি কেউ ভাবে পুরোনো রাজনীতিতেই ফিরে যাবে— তাহলে সে ভাবনা অতটা সহজ হবে না। কারণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।

তিনি বলেন, তারা ভেবেছিল ২-৩টি আসন দিয়ে বা ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা আন্দোলনের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।

সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এখনো রেল সুবিধা পাননি। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু ব্যবস্থা রক্ষা করতে হলে, সুন্দরবন রক্ষা করতে হলে— জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই। যেই দেশের ছাত্র-জনতা ১৬ বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তারা চাঁদাবাজদের ভয় পায় না।

তিনি আরও বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন। নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি। সেখানে নতুন ইশতেহার দেব, ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের শপথ নেব।

এর আগে সাতক্ষীরা শহরের নারিকেলতলা মোড় থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি পদযাত্রা শুরু হয়। শহীদ আসিফ চত্বরে এসে পথসভা আয়োজনের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

বক্তারা বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাতক্ষীরাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনো আছে ও ভবিষ্যতেও থাকবে। তারা জানান, এনসিপি সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে আছে, থাকবে।