Ovijatra
ঢাকাMonday , 21 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

অ্যাকশন চরিত্রে কাজল

Link Copied!

দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও কঙ্গনা রানৌতের পর এবার অ্যাকশন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। সিনেমার নাম ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’। এটি পরিচালনা করছেন তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি। খবর: মিড-ডে

সিনেমাটির দুই লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসে তৃতীয় ও শেষ লটের শুটিং সম্পন্ন হবে বলে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।

শেষ অংশে কাজলের বেশকিছু অ্যাকশন থাকবে জানিয়ে নির্মাতা বলেন, “আমরা এরই মধ্যে ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনমার একটি টিজার প্রকাশ করেছি। যেখানে কাজল ম্যামকে অ্যাকশন অবতারে প্রথমবার দেখেছে দর্শক। কিন্তু এটি জাস্ট ট্রেলার, এর থেকেও ভয়ংকর রূপে দেখা যাবে।”

নির্মাতা সিনেমাটি নিয়ে আরও বলেন, ‘মহারাগ্নিকে পর্দায় তুলে আনার এ জার্নি আমরা বেশ উপভোগ করছি। এর শুটিং এখন একদম শেষের দিকে। এ সিনেমার জন্য আমরা একঝাঁক তারকার সঙ্গে কাজ করেছি। আমি দর্শকদের একটি রোমাঞ্চকর গল্প উপহার দিতে চাই।’ এ ছাড়া কিছুদিন আগে ‘মা’ সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।

‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনোময় কাজল ছাড়াও অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, সম্যুক্ত মেনন ও আদিত্য সিল। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানাননি এ নির্মাতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।