সে মানুষ নয়—ক্ষমতা
বাইজীদ সা’দ
হে রাষ্ট্রযন্ত্র,
তুমি যার করায়ত্ত, সে মানুষ নয়—ক্ষমতা।
তুমি সুরক্ষা দাও দুর্বৃত্তকে,
তুমি ভয় দেখাও কলমকে।
তুমি সত্যকে নিঃশব্দ করো,
আর সাংবাদিককে কবর দাও ফুটপাথে!
হে রাষ্ট্রযন্ত্র,
তুমি পকেটে রাখো বিচার,
তুমি পেটাও সাংবাদিককে।
তুমি নেশায় অন্ধ ক্ষমতার,
তুমি রাগ করো প্রতিবাদে।
আর অপরাধীর পাশে দাঁড়াও নির্লজ্জে!
হে রাষ্ট্রযন্ত্র,
তুমি শোকেও দেখো উৎসব,
তুমি রক্তে লেখো নীরবতা।
তুমি জবাব দাও না প্রশ্নে,
তুমি পা দাও গণতন্ত্রের গলায়,
আর পরো মুখে মুখোশ সংবিধানের!
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
