শোবিজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গুরুতর অসুস্থ। অ্যামেলোব্লাস্টোমা নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর অস্ত্রোপচারের আগ মুহূর্তে নিজের অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।

গত ৭ অক্টোবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এ খবর জানান অভিনেত্রী স্পর্শিয়া। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান―গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন তিনি।

এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ শনাক্ত হয়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগ মুহূর্তের চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অস্ত্রোপচার হবে। আপনারা বুঝতেই পারছেন, এ অবস্থায় আমার পক্ষে কারো সঙ্গে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।’

কাজ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করতে না পারার জন্য দুঃখও প্রকাশ করেছেন স্পর্শিয়া। তিনি লিখেছেন,‘কাজ সম্পর্কিত যেকোনো প্রয়োজনে, দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে দিন। জ্ঞান ফেরার পর সঙ্গে সঙ্গেই আমি সাড়া দেব।’

এ অভিনেত্রী সবশেষ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিনীত অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার সফল অস্ত্রোপচার এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, অ্যামেলোব্লাস্টোমা হচ্ছে মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার। আর অভিনেত্রী স্পর্শিয়ার এ রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিষাদের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সবাই প্রার্থনা করছেন প্রিয় তারকার সুস্থতার জন্য।
















