হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা দিনাজপুর শহরের ‘গ্রীন ডায়াগনস্টিক সেন্টারে’ সকল ধরনের মেডিকেল টেস্টের ওপর ৫০% ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। হাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলামের প্রচেষ্টায় এ সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
উক্ত সেবা গ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে তাদের স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। গ্রীন ডায়াগনস্টিক সেন্টারটি আইডিয়াল হাসপাতালের পার্শ্বে (জোড়া ব্রীজ), মুন্সিপাড়ায় অবস্থিত।
গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সুমন জানায়, এক্সরে এবং আল্ট্রাসোনোগ্রাফ বাদে সকল মেডিকেল টেস্টে হাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড় দিবো আমরা। এক্ষেত্রে শিক্ষার্থীদের আইডি কার্ড সাথে থাকলে ভালো হয়।
হাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম জানান, সাধারণ শিক্ষার্থীদের জন্য সবসময়ই সেবামূলক কাজগুলো করার চেষ্টা করি। আমাদের ক্যাম্পাসে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসেন পড়াশোনা করতে। কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে তাদের যেনো সুবিধাবঞ্চিত না হতে হয় সেই চিন্তা থেকেই আমার এমন প্রচেষ্টা। আগামীর দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের জন্য আরো ভালো কিছু যেনো করতে পারি সেই দোয়া কামনা করি।
উল্লেখ্য, গ্রীন ডায়াগনস্টিক সেন্টার দিনাজপুরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। শিশু বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, আল্ট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ, মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, চর্ম এলার্জি বিশেষজ্ঞসহ প্রায় সকল সেবা দিয়ে থাকেন প্রতিষ্ঠানটি।
















