জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাবিপ্রবি জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা মোহাম্মদ ইলিয়াস আলী।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, জাতীয় সংহতি, এবং বিশ্ববিদ্যালয় পরিবারের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত হয় এক ঐতিহাসিক ঘটনা, যা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। এদিন সৈনিক-জনতার মিলিত উদ্যোগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। এই দিবসটি জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে বিভিন্ন সংগঠন ও মহলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে।





















